ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে অগ্নিকান্ড ॥ ১৩ দোকান পুড়ে ছাই

প্রকাশিত: ০৪:১৮, ৫ জানুয়ারি ২০১৯

 চট্টগ্রামে অগ্নিকান্ড ॥ ১৩ দোকান  পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর চান্দগাঁও থানার খাজা রোডের বলিরহাট এলাকায় এক ভ্রাম্যমাণ মেলায় আগুনে পুড়েছে ১৩টি দোকান ঘর। শুক্রবার ভোরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা যায়, বলিরহাটের মুখে একটি অস্থায়ী মেলা চলছিল। শুক্রবার ভোর ৪টার দিকে বৈদ্যুতিক ত্রুটিজনিত কারণে একটি দোকানে আগুন লাগে। দ্রুত এ আগুন সংক্রমিত হয় আশপাশের দোকানগুলোতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালুরঘাট স্টেশন থেকে দুটি গাড়ি অকুস্থলে যায়। এরপর ফায়ার কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ক্ষতিগ্রস্ত হয় ১৩টি দোকান। আগুনে কয়েক লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। ফটিকছড়িতে ৬ ঘর নিজস্ব সংবাদদাতা ফটিকছড়ি থেকে জানান, উপজেলার নাজিরহাট পৌরসভাধীন সুয়াবিলে বৃহস্পতিবার মধ্যরাতে এক অগ্নিকান্ডে ৬ ঘর পুড়ে গেছে। এ অগ্নিকান্ডে বদিউল আলম বাদশা, রমজান আলি, শাহাব উদ্দীন, হাসান উল্লাহ, আমান উল্লাহ, শহিদ উল্লাহ’র বসতঘর পুড়ে যায়। চুল্লির আগুন থেকে অগ্নিকান্ড সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিস অকুস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ লাখ টাকা বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
×