ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

আনসার সদস্যদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ

প্রকাশিত: ০৪:০৯, ৫ জানুয়ারি ২০১৯

 আনসার সদস্যদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৪ জানুয়ারি ॥ টাকা নেয়ার বিধান না থাকলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের প্রত্যেকের কাছ থেকে দুই দফায় ৫শ’ থেকে ১ হাজার ১শ’ টাকা করে হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বাউফল মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে টাকা নিতে আসা আনসার ও ভিডিপি সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় ইউনিয়ন কমান্ডার ও নারী নেত্রীকে নাম দেয়ার সময় পাঁচ শ’ থেকে এক হাজার টাকা দিতে হয়েছে। এখন ভাতা পাওয়ার পর আবার ১শ’ টাকা করে নেয়া হয়েছে কমান্ডারের নামে। ৩৪ আনছার ব্যাটালিয়নের পরিচালক ও পটুয়াখালী জেলা আনসার ও ভিডিপি কমান্ডারের অতিরিক্ত দায়িত্বে থাকা মোঃ মাহবুবুর রহমান বলেন, ‘কোনভাবেই কারও কাছ থেকে কোন টাকা নেয়ার কোন সুযোগ নেই। আর ভাতা দেয়ার সময়ও কারও কাছ থেকে টাকা রাখা হচ্ছে না।’ তিনি আরও বলেন, এ জাতীয় অভিযোগ আমাদের কাছেও আসে। কিন্তু জিজ্ঞেস করলে তখন কেউ স্বীকার করে না। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলার ১শ’ ৮টি ভোট কেন্দ্রে নির্বাচনের দিন মোট ১ হাজার ২শ’ ৯৬ সদস্য দায়িত্ব পালন করেন। এদের মধ্যে ১শ’ ৮ জন দলনেতা ও ১শ’ ৮ সহকারী দলনেতা। দলনেতা ও সহকারী দলনেতারা প্রত্যেকে ৫ হাজার ৭শ’ টাকা করে পাবেন। অন্য সদস্যদের প্রত্যেকে পাবেন ৪ হাজার ৫শ’ ৫৭ টাকা। বৃহস্পতিবার তাদের ওই টাকা দেয়া হয়। ৬১নং ভোট কেন্দ্র ঢালী আছিয়া খাতুন মাদ্রাসায় দায়িত্ব পালন করা পরী ভানু বলেন, নাম দেয়ার সময় বগা ইউনিয়ন কমান্ডার আবদুস ছালামকে এক হাজার টাকা দিয়েছেন। আজকেও ১শ’ টাকা দাবি করেছে। আর ১শ’ টাকা না দিলে তিনি টাকা পাবেন না এবং আর কোন দিন তার নাম দেয়া হবে না বলে হুমকি দেন। একই কেন্দ্রে দায়িত্ব পালন করা রাহিমা বেগম ও তার ছেলে বলেন, কমান্ডার আবদুস ছালামকে নাম দেয়ার সময় ১ হাজার ৪শ’ টাকা দিয়েছেন। এখন আরও ৪শ’ টাকা দাবি করছেন। মোঃ মিলন বলেন, তিনিও ১ হাজার টাকা দিয়েছেন। এখন আবার ১শ’ টাকা দাবি করছেন কমান্ডার আবদুস ছালাম। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন বগা ইউনিয়ন কমান্ডার আবদুস ছালাম। ৬২নং ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করা মোঃ সেন্টু হাওলাদার অভিযোগ করেছেন, তারা এক সঙ্গে ১২ জন ছিলেন। তাদের প্রত্যেকের কাছ থেকে বগা গ্রামের আনসার ও ভিডিপির নারী নেত্রী সুমি বেগম ৫শ’ থেকে ৮শ’ টাকা পর্যন্ত নিয়েছেন। তিনি দিয়েছেন ৬শ’ টাকা। টাকা নেয়ার কথা স্বীকার করেছেন নারী নেত্রী সুমি বেগম। তিনি বলেন, অফিস খরচ বাবদ টাকা নিয়েছেন।
×