ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পাথরঘাটায় লাঠির আঘাতে বৃদ্ধা নিহত

প্রকাশিত: ০৬:০৪, ৩ জানুয়ারি ২০১৯

পাথরঘাটায় লাঠির আঘাতে বৃদ্ধা নিহত

সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ২ জানুয়রি ॥ জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে সুশীলা (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। বুধবার বিকেলে চরদুয়ানী ইউনিয়নের ছহেরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। সুশীলা রানী খরাতি ছহেরাবাদ গ্রামের মৃত উপেন্দ্র নাথ খরাতির স্ত্রী। সুশীলা রানীর ছেলে বাবুল খরাতি জানান, তার শ্যালক প্রদীপ হাওলাদার ও প্রণব হাওলাদারের সঙ্গে আমার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শ্যালক প্রদীপ হাওলাদার ও প্রণব হাওলাদারসহ ভাড়াটে সজল বড়াল ও রিপন বড়ালকে নিয়ে বিকেলে বিরোধীয় জমিতে রোপণ করা ধান কাটতে গেলে বাধা দেয়ায় সজল বড়াল ও রিপন বড়াল লাঠি দিয়ে আমার মা সুশীলা রানীর মাথায় আঘাত করে। এ সময় সুশীলা রানীর পুত্রবধূ হেপী রাণী উদ্ধার করতে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। আহত সুশীলা রানীকে উপজেলা স¦াস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ার উল্লাহ তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক আনোয়ার উল্লাহ জানান, সুশীলার মাথায় প্রচ- আঘাতের চিহ্ন রয়েছে।
×