ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

৩০ ডিসেম্বর নির্ধারিত হবে এদেশের মানুষ আবার গোলামিতে ফিরবে কিনা ॥ ফখরুল

প্রকাশিত: ০৬:৪৫, ২৭ ডিসেম্বর ২০১৮

৩০ ডিসেম্বর নির্ধারিত হবে এদেশের মানুষ আবার গোলামিতে ফিরবে কিনা ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর নির্ধারিত হবে এদেশের মানুষ আবারও গোলামিতে ফিরবে কি না। এই ভোট নির্ধারণ করবে গণতন্ত্রের মুক্তি, গণতান্ত্রিক ব্যবস্থা, খালেদা জিয়ার মুক্তি ও দেশে ন্যায় বিচার এবং স্বাধীনতা ফিরে আসবে কি না। তিনি বুধবার বিকেলে বগুড়া সদরে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। বিএনপি মহাসচিব বগুড়া-৬ সদর আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বগুড়া সদর উপজেলা বিএনপি আয়োজিত এই জনসভায় ঐক্যফ্রন্টের আরেক কেন্দ্রীয় নেতা মাহমুদুর রহমান মান্না তার বক্তব্যে পুলিশকে ভাল হয়ে যাওয়ার উপদেশ দিয়ে বলেন, পুলিশ এখন ধরছে, ৩ দিন পর একদিনে আমরা সারাদেশে ধরব। তারা ভয় দেখিয়েছে এক মাস আর জবাব দেয়া হবে একদিনে। এজন্য একযোগে ৩০ ডিসেম্বরের লড়াইয়ে লড়তে হবে। জনসভায় প্রধান অতিথি বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, সরকার নির্বাচন বানচালের সবধরনের চেষ্টা এবং মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত ও নেতাকর্মীদের গ্রেফতার-নির্যাতন করছে। তিনি মন্তব্য করেন, সারাদেশের মানুষের একটি আকাক্সক্ষা তারা আওয়ামী লীগকে সরাতে চায়, পরিবর্তন চায়। পরিবর্তন, গণতন্ত্র ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য সবাইকে ভোট দিতে হবে। এজন্য তিনি ভোট কেন্দ্রে গিয়ে ভোট গণনা শেষ করে বাড়ি ফেরার আহ্বান জানান। জনসভা শুরুর আগে বিএনপি নেতাকর্মীরা স্লোগানের পর স্লোগান দিয়ে জনসভা স্থল মুখরিত করলেও জনসভা স্থলের পেছনের অংশ অনেকটা খালি দেখা যায়। বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন কলেজ মাঠে অনুষ্ঠিত এই জনসভায় সভাপতিত্ব করেন মাখতুন আহম্মেদ খান রুবেল।
×