ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নওগাঁয় রাসেল ভাইপার উদ্ধার

প্রকাশিত: ০৫:০৯, ১৯ নভেম্বর ২০১৮

নওগাঁয় রাসেল ভাইপার উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৮ নবেম্বর ॥ সাপাহার উপজেলার আশড়ন্দ বাজার মুংরইল এলাকার একটি ধানক্ষেত থেকে আবারও একটি বিষধর রাসেল ভাইপার নামক সাপ ধরা পড়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় কৃষকরা ওই রাসেল ভাইপার সাপটিকে ধরে বস্তাবন্দী করতে সক্ষম হন। যার দৈর্ঘ আগের সাপটির সমান প্রায় সাড়ে ৪ ফুট। তাৎক্ষণিক আবার সাপের ছবি জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর ঢাকার পরিচালক মোল্লা রেজাউল করিমকে দেখালে ছবি দেখে তিনি রাসেল ভাইপার সাপ বলে শনাক্ত করেন। তিনি আরও বলেন, এই সাপের আরেক নাম চন্দ্র বোড়া। জানা গেছে, ওই গ্রামের একদল কৃষক ধানক্ষেতে ধান কাটতে গিয়ে সাপটি দেখতে পান। সাপটি নড়াচড়া করছিল না দেখে শরিফ নামে এক কৃষক সে হাত দিয়ে সাপটিকে ধরে বস্তাবন্দী করে।
×