ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সকল মানুষের ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দেয়ার দায়িত্ব সরকারের ॥ আমু

প্রকাশিত: ০৫:৪৪, ২১ অক্টোবর ২০১৮

সকল মানুষের ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দেয়ার দায়িত্ব সরকারের ॥ আমু

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ২০ অক্টোবর ॥ শিল্পমন্ত্রী আলহাজ আমির হোসেন আমু এম.পি বলেছেন, বাংলাদেশের সকল মানুষের ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দেয়ার দায়িত্ব বর্তমান সরকারের। এই ইস্যুকে কেন্দ্র করে ইতোমধ্যেই উপজেলা পর্যায় ১০০ ভাগ বিদ্যুত সরবরাহ করে যাচ্ছে। এখন মানুষ লোডশেডিং ভুলতে বসেছে এবং এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে সরকারের ধারাবাহিকতা বজায় রেখে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতায় আনতে হবে। তা না হলে দেশ আবার পিছিয়ে যাবে এবং বর্তমান সময়ের উন্নয়নমুখী ধারা মুখ থুবরে পড়বে। তিনি শনিবার দুপুর ১২টায় ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নে শতভাগ বিদ্যুতায়নের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ হামিদুল হক, পুলিশ সুপার মোঃ জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও পৌর মেয়র আলহাজ লিয়াকত আলী তালুকদার এবং নলছিটি উপজেলা চেয়ারম্যান মোঃ ইউনুচ লস্কর বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে ঝালকাঠি পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী এমদাদুল হক বক্তব্য রাখেন। ঝালকাঠি জেলার চারটি উপজেলার মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন হয়েছে এবং নলছিটি উপজেলায় ১০টি ইউনিয়নে আগামী দুই মাসের মধ্যে শতভাগ বিদ্যুতায়ন হবে। নলছিটি উপজেলার ভৈরবপাশা শতভাগ বিদ্যুতায়নের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে। এই ইউনিয়নে ১৫ কোটি টাকা ব্যয়ে ১৩টি গ্রামের ৯৮ কিলোমিটার লাইন নির্মাণ করা হয়েছে এবং ইউনিয়নের ৩ হাজার ৩৯২০ জন গ্রাহকের সংযোগের মধ্য দিয়ে ১০০ ভাগ বিদ্যুতায়ন করা হলো। ঝালকাঠির বিসিক প্লটে ক্ষুদ্র ও মাঝারি ধরনের শিল্প গড়ে উঠবে ॥ শিল্পমন্ত্রী আলহাজ আমির হোসেন আমু এম.পি আরও বলেছেন, বঙ্গবন্ধুর হাতেই পাকিস্তান আমলে বিসিকের প্রতিষ্ঠা হয়েছিল। তৃণমূল পর্যায় শিল্পায়ন কার্যক্রমকে জোরদার করার লক্ষ্যে বর্তমান প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিরামহীন প্রয়াস চালিয়ে যাচ্ছে। ফলে দেশের বিভিন্ন এলাকায় নতুন নতুন শিল্পনগরী ও শিশু পার্ক গড়ে উঠছে। এ পর্যন্ত সাড়া দেশে ৭৬টি শিল্পনগরী গড়ে উঠেছে। এই অঞ্চলে পদ্মা সেতু নির্মাণের ফলে শিল্পায়নের ক্ষেত্রে ঝালকাঠির বিসিক প্লটে ক্ষুদ্র ও মাঝারি ধরনের শিল্প গড়ে উঠবে। শিল্পায়নের পাশাপাশি প্রচুর মানুষের কর্মসংস্থান হবে। ঝালকাঠিতে ২০১৪ সালে বিসিক শিল্প নগরীর কাজ শুরু হয় এবং ২০১৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়েছে, এখন প্লট বরাদ্দ দেয়া হচ্ছে। ১৬ কোটি ৭৮ লাখ টাকা প্রকল্প খাতে ব্যয় হয়েছে। ১১.৮ একর জায়গা নিয়ে বিসিক শিল্প নগরীতে ৭৯টি প্লট করা হয়েছে এর মধ্যে এ টাইপ ১৪টি, বি টাইপ ৩০টি, সি টাইপ ১৫টি ও এস টাইপ ২০টি প্লট করা হয়েছে। এখানে বিদ্যুত লাইন তৈরি করা হয়েছে এবং একই প্লটে তিন তলা বিসিক ভবন নির্মাণ করা হয়েছে।
×