ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নিরাপদ খাদ্য

সচিবালয়ের পাশে ভ্যানে খাবার পাওয়া যাবে

প্রকাশিত: ০৫:২৪, ২৮ সেপ্টেম্বর ২০১৮

সচিবালয়ের পাশে ভ্যানে খাবার পাওয়া যাবে

বিশেষ প্রতিনিধি ॥ দেশের মানুষকে নিরাপদ খাদ্য খাওয়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে রাজধানীতে সচিবালয়ের আশপাশে তিন পয়েন্টে ভ্যানে নিরাপদ পথ খাবার পাওয়া যাবে। এজন্য তিন পথ খাবার বিক্রেতাকে প্রশিক্ষণ দিয়ে তাদের হাতে ভ্যানগাড়ি ও তৈজসপত্র তুলে দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাজধানীর আব্দুল গণি রোডে খাদ্য অধিদফতর প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এগুলো হস্তান্তর করেন। ভ্যান ছাড়াও নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রত্যেক বিক্রেতাকে ২৭ ধরনের তৈজসপত্র দেয়া হয়েছে। পরীক্ষামূলকভাবে এই উদ্যোগ নেয়া হয়েছে। সফল হলে পর্যায়ক্রমে দেশব্যাপী এই কার্যক্রম পরিচালনা করা হবে। কামাল হোসেন জিরো পয়েন্ট, বাদশা শরীফ ওসমানী উদ্যানের গেট ও আব্দুল খালেক সচিবালয় লিঙ্ক রোডে (প্রেসক্লাবের দিকে) ভ্যানে করে এসব পথ খাবার বিক্রি হবে। এসব ভ্যানে মৌসুমভেদে বিভিন্ন ধরনের ফল, পিঠা, হালিমসহ বিভিন্ন পথ খাবার বিক্রি করা হবে বলে বিক্রেতারা জানিয়েছেন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা জানিয়েছেন, ভ্যান ও তৈজসপত্র মিলে ৭০ হাজার টাকার মতো খরচ হয়েছে। দোকানদারদের কাছ থেকে তিন কিস্তিতে ১০ শতাংশ হারে সাড়ে ৭ হাজার টাকা নেয়া হচ্ছে। বিক্রেতারা নিরাপদ খাদ্য পরিবেশন করছে কি না, তা তদারকি করা হবে বলেও জানিয়েছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠার তিন বছরের মধ্যে আমরা নিরাপদ পথ খাবারের জন্য তিনটি ভ্যান সরবরাহ করতে যাচ্ছি। যারা এই ভ্যানগুলোতে খাবার বিক্রি করবেন, আমরা তাদের প্রশিক্ষণ দিয়েছি। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে খাদ্য সচিব শাহাবুদ্দিন আহমদ ও খাদ্য অধিদফতরের মহাপরিচালক মোঃ আরিফুর রহমান অপু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
×