ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

খুনী রশিদের জামাতার স্বীকারোক্তি

প্রকাশিত: ০৫:৪২, ১৮ সেপ্টেম্বর ২০১৮

খুনী রশিদের জামাতার স্বীকারোক্তি

কোর্ট রিপোর্টার ॥ বঙ্গবন্ধুর অন্যতম খুনী সুলতান শাহরিয়ার রশিদের জামাতা ফুয়াদ জামান (৪৩) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে কটূক্তি করার অভিযোগে দায়ের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তিন দিনের রিমান্ড শেষে সোমবার ফুয়াদ জামানকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের এসআই পার্থ প্রতীম ব্রক্ষচারী। ফুয়াদ স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা এবং ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার তার জবানবন্দী রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মোঃ মকবুলুর রহমান।
×