ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ডাকসু নির্বাচন নিয়ে ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনায় বসছে প্রশাসন

প্রকাশিত: ০৪:৩৯, ১৫ সেপ্টেম্বর ২০১৮

  ডাকসু নির্বাচন নিয়ে  ছাত্র সংগঠনের  সঙ্গে আলোচনায়  বসছে প্রশাসন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রক্রিয়া হিসেবে ক্যাম্পাসে সক্রিয় সংগঠনগুলোকে আলোচনায় ডেকেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর অংশ হিসেবে ইতোমধ্যে সংগঠনগুলোকে চিঠি দিয়েছে প্রশাসন। রবিবার বেলা সাড়ে ১১টায় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামানের কার্যালয় সংলগ্ন একটি কক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদের এই সভা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী স্বাক্ষরিত চিঠি সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে পৌঁছে দেয়া হয়। সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম উল্লেখ করে পাঠানো চিঠিতে বলা হয় সার্বিক বিষয় বিবেচনায় শুধুমাত্র ক্রিয়াশীল সংগঠনের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সভায় যোগদানের জন্য আামন্ত্রিত। জানতে চাইলে প্রক্টর গোলাম রাব্বানী বলেন, ডাকসু নির্বাচন নিয়ে আলোচনার জন্য ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। নির্বাচনের সার্বিক দিক নিয়ে আলোচনার জন্যই সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের নিয়ে আলোচনায় বসব। ইতোমধ্যে হলগুলোতে ভোটার তালিকা হালনাগাদ করার কাজ শুরু করেছে। ওই দিন নির্বাচনের বিষয়ে শিক্ষার্থীদের মতামত নেয়া হবে এবং নির্বাচন করার বিষয়ে তাদের সহযোগিতা চাওয়া হবে। উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান বলেছেন, ডাকসু নির্বাচন অনুষ্ঠানে অনেকগুলো প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। আমরা বেশ কিছু প্রদক্ষেপ গ্রহণ করেছি। তারই অংশ হিসেবে সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করব। ডাকসু নির্বাচন নিয়ে তাদের চিন্তা-ভাবনা ও পরিকল্পনা জানার জন্যই এই প্রয়াস। ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোকে এ জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরের বছর যাত্রা শুরু করে ডাকসু। ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন এবং ঊনসত্তরের গণঅভ্যুত্থানসহ বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে ডাকসু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতারা ছিলেন সামনের কাতারে। প্রতিবছর ডাকসু নির্বাচন হওয়ার কথা থাকলেও দেশ স্বাধীন হওয়ার পর ভোট হয়েছে মাত্র ছয়বার। সর্বশেষ ১৯৯০ সালের ৬ জুন ডাকসু নির্বাচনের পর বেশ কয়েকবার উদ্যোগ নেয়া হলেও সে নির্বাচন আর হয়নি। চলতি বছর ১৭ জানুয়ারি এক রায়ে হাইকোর্ট ছয় মাসের মধ্যে ডাকসু নির্বাচনের ব্যবস্থা করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেয়। কিন্তু সাত মাসেও নির্বাচনের কোন আয়োজন দৃশ্যমান না হওয়ায় গত ৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উকিল নোটিস পাঠান রিটকারীদের আইনজীবী মনজিল মোরসেদ। তার জবাব না পেয়ে গত বুধবার তিনি হাইকোর্টে আদালত অবমাননার অভিযোগ আনেন উপাচার্যসহ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। আগামী রবিবার বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চে মামলাটির শুনানির জন্য উঠতে পারে বলে মনজিল মোরসেদ জানিয়েছেন।
×