ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বরিশালে গৃহবধূকে গণধর্ষণ

প্রকাশিত: ০৬:৪৯, ৬ সেপ্টেম্বর ২০১৮

 কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বরিশালে গৃহবধূকে গণধর্ষণ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ কুপ্রস্তাবে রাজি না হয়ে স্থানীয়দের কাছে বিচার দেয়ায় ক্ষিপ্ত হয়ে সহযোগীদের নিয়ে এক গৃহবধূকে গণধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি জেলার মুলাদী উপজেলার চরকমিশনার এলাকার। বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালে গণধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে মামলাটি দায়ের করার পর বিচারক মামলাটি আমলে নিয়ে উপজেলা নির্বাহী অফিসারকে তদন্তের আদেশ দিয়েছেন। আসামিরা হলো একই এলাকার আব্দুর রব হাওলাদারের পুত্র আব্বাস হাওলাদার, তার সহযোগী কামাল হোসেন, ইদ্রিস হাওলাদার, বছির হাওলাদার ও কছির উদ্দিন। বুধবার দুপুরে মামলার বরাত দিয়ে আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, আসামি আব্বাস হাওলাদার বাদীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। তার প্রস্তাবে বাদী রাজি না হয়ে তার বাবাকে জানানোর পর সে আব্বাসের পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে গত ২৭ আগস্ট বাদীর পিতাকে পিটিয়ে গুরুতর আহত করে আব্বাস। ২৯ আগস্ট রাতে বাদী প্রকৃতির ডাকে বাইরে বের হলে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা আব্বাস ও কামাল পেছন থেকে জড়িয়ে ধরে হাত ও মুখ বেঁধে পার্শ্ববর্তী নির্জনস্থানে নিয়ে আব্বাস হাওলাদার ও কালাম বাদীকে ধর্ষণ করে। পরবর্তীতে ইদ্রিস, বছির ও কছির হাওলাদার ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় বাদীর মুখে বাঁধা কাপড় সরে গেলে কছিরের হাতে কামড় দিয়ে ডাকচিৎকার শুরু করলে আসামিরা পালিয়ে যায়। পরেরদিন সকালে বাদী থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ রহস্যজনক কারণে আদালতে মামলা দায়েরের পরামর্শ দেয়।
×