ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সংস্কারের তিন মাসেই সড়কে খানাখন্দ

প্রকাশিত: ০৬:২৩, ৫ সেপ্টেম্বর ২০১৮

সংস্কারের তিন মাসেই সড়কে খানাখন্দ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৪ সেপ্টেম্বর ॥ মেরামতের তিন মাস না যেতেই ফের যেই সেই অবস্থা। খানাখন্দে একাকার হয়ে গেছে। মাত্র দুই শ’ মিটার সড়কের বেহাল দশায় কলাপাড়ার সাধারণ মানুষসহ হাসপাতালে যাওয়া-আসার রোগীদের চরম ভোগান্তি হচ্ছে। প্রায় সময় যানবাহন উল্টো দুর্ঘটনা ঘটছে। কলাপাড়া হাসপাতালের প্রবেশদ্বারে বেহালদশার ২০০ মিটার সড়কের অবস্থান। কুয়াকাটাগামী মহাসড়কের অংশ এটি। কলাপাড়া পৌর এলাকার আন্ধারমানিক নদী তীর ফেরিঘাট পর্যন্ত ছিল সড়কটির শেষ অবস্থান। এখানে শহীদ শেখ কামাল সেতু নির্মাণ হওয়ায় সওজের কাছে গুরুত্বহীন হয়ে যায় মহাসড়কের দুই শ’ মিটার এলাকা। এছাড়া সড়কটি দখল করে বিভিন্ন ধরনের অটো-টমটম-মাহিন্দ্রার অবৈধ স্ট্যান্ড করা হয়েছে। সড়কটি দখল করে সেতুর নিচেসহ পাশে তোলা হয় অবৈধ স্থাপনা। কয়েকমাস আগে একটি দোকান থেকে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটে। ফলে চরম ক্ষতির শিকার হয় শেখ কামাল সেতুর দুটি স্প্যান। পুরে যায় সাবমেরিন কেবল। সম্পতি এই দুই শ’ মিটার সড়ক ও জনপথ বিভাগ মেরামত করে দেয়। কিন্তু ফের চরম বেহাল দশা। খানাখন্দ হয়ে গেছে। এখন অহরহ উল্টে পড়ছে অটোসহ বিভিন্ন ধরনে তিন চাকার ধীরগতির যানবাহন। এর জন্য যাত্রীরা দায় দিচ্ছেন ছয় চাকার দৈত্যাকৃতির অবৈধ যানবাহনকে। ওই যানের চাকায় সব ল-ভ- হয়ে যায়। সড়কটিতে জমানো পানি অপসারণে কলাপাড়া পৌরসভা কর্তৃপক্ষ প্রায় ২০০ মিটার দীর্ঘ ড্রেন করেছে। কিন্তু ড্রেনের পাশের জমানো কাদামাটি মাসাধিককাল মূল সড়কে পড়ে আছে। ওই কাদা গলে রাস্তায় পানিতে মিশে গেছে। ড্রেনটি এখনও কাজে আসছে না। সড়কটির অপুরনীয় ক্ষতি হয়েছে এ কারণে। সওজ কর্তৃপক্ষের এমন অভিযোগ। কলাপাড়া পৌরসভা সহকারী প্রকৌশলী মিজানুজ্জামান জানান, ড্রেনের পাশের কাদামাটি অপসারণে উদ্যোগ নেয়া হয়েছে। তবে সমস্যা যাই হোক হাসপাতালের সামনের গুরুত্বপূর্ণ এই দুই শ’ মিটার সড়ক রোগীসহ সাধারণ যাত্রীদের দ্রুত চলাচলের উপযোগী করা হোক।
×