ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রাজবাড়ীতে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশিত: ০৬:৫৫, ১৮ আগস্ট ২০১৮

  রাজবাড়ীতে গৃহবধূর  গলাকাটা লাশ  উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী, ১৭ আগস্ট ॥ সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বারবাকপুর থেকে শুক্রবার সকালে হাজেরা বেগম নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। সে একই গ্রামের তমিজউদ্দিনের স্ত্রী। রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ তারিক কামাল জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ নিহতের শোবার ঘর থেকে গলাকাটা মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় ধারালো অস্ত্র দিয়ে দুর্বৃত্তরা হাজেরা বেগমকে গলা কেটে হত্যা করেছে। . আমতলীতে লাশ ফেলে স্বামী উধাও নিজস্ব সংবাদদাতা আমতলী, বরগুনা থেকে জানান, আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করিডরে গৃহবধূ মারিয়া আক্তারের (২০) লাশ ফেলে রেখে পালালো স্বামী বেল্লাল হাওলাদার। তিন ঘণ্টা পর পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলা মাইঠা গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায়। এ ঘটনায় আমতলী থানায় অপমৃত্যু মামলা হয়েছে। জানা গেছে, কলাপাড়া উপজেলার নীলগঞ্জ গ্রামের মোঃ নজির হাওলাদারের কন্যা মারিয়া আক্তারের এ বছর ফেব্রুয়ারি মাসে আমতলী উপজেলার মাইঠা গ্রামের রশিদ হাওলাদারের ছেলে বেল্লাল হাওলাদারের সঙ্গে বিয়ে হয়। বিয়ের সময় স্বর্ণালঙ্কারসহ সাধ্যমতো প্রয়োজনীয় আসবাবপত্র দিয়ে জামাতা বেল্লালের হাতে মারিয়াকে তুলে দেয়। বিয়ের পর থেকে স্বামী বেল্লাল হাওলাদার, শ^শুর আবদুর রশিদ হাওলাদার ও শাশুড়ি রুপবানি বেগম যৌতুকসহ বিভিন্ন অজুহাতে নির্যাতন করে আসছে। বিয়ের ছয় মাসে জামাতার মন জোগাতে শ্বশুর নজির বিভিন্ন সময় ২০ হাজার টাকা যৌতুক দিয়েছেন। কিন্তু তাতে সন্তুষ্ট হয়নি জামাতা বেল্লাল হাওলাদার। গত মঙ্গলবার মারিয়াকে ১০ হাজার টাকা আনার জন্য বাবার বাড়িতে পাঠায়। টাকা নিয়ে আসতে না পারায় মারিয়াকে বেল্লাল বৃহস্পতিবার বিকেলে মারধর করে। এতে ক্ষুব্ধ হয়ে বিষপান করে মারিয়া। তাৎক্ষণিক মারিয়াকে শ^শুরবাড়ির লোকজন উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওই হাসপাতালে যাওয়ার পথে মারা যায় মারিয়া। পরে সন্ধ্যা সাতটার দিকে লাশ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ স্বাস্থ্য কমপ্লেক্সে লাশ রেখে স্বামী বেল্লাল হাওলাদার পালিয়ে যায়। . রাজশাহীতে যুবক স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, বাঘায় মফিজ উদ্দিন নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১২টার দিকে বাড়ির পাশে নিজ আম বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। জানা যায়, উপজেলার আড়ানী পৌর বাজারের বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকার ইউসুফ আলীর ছেলে মফিজ উদ্দিন (২৫) শুক্রবার সকাল ৯টার দিকে নিজ আম বাগান দেখার নাম করে বাড়ি থেকে রেব হয়। পরে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ দিয়াড়পাড়া গ্রামের তার নিজ আম বাগান থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। . কলাপাড়ায় যুবক নিজস্ব সংবাদদাতা কলাপাড়া, থেকে জানান, শ্রমজীবী যুবক মোঃ রাসেলের (২২) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ঘরের পেছনে নিমগাছের সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে রাসেল এমন ধারণা লোকজনের। শুক্রবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে বাড়ি রাসেলের। তার বাবার নাম আব্দুল রাজা।
×