ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সাউথইস্ট ভার্সিটিতে শিক্ষা ও গবেষণায় নৈতিকতা বিষয়ক আলোচনা

প্রকাশিত: ০৪:৪২, ২৮ জুলাই ২০১৮

 সাউথইস্ট ভার্সিটিতে শিক্ষা ও গবেষণায় নৈতিকতা বিষয়ক আলোচনা

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে (এসইইউ) ‘শিক্ষা ও গবেষণায় নৈতিকতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের ২য় পর্ব বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বনানীর সেমিনার হলে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক বিজনেস স্কুলের অধ্যাপক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. মির্জা আজিজুল ইসলাম। বিষয়ের উপর মূল বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. আনিসুজ্জামান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এসইইউ ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. এমএ হাকিম। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় চেয়ারম্যান, পরিচালক, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। -বিজ্ঞপ্তি
×