ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

এবার নানিয়ারচর থেকে ২৭ গ্রামবাসীকে অপহরণ করেছে অস্ত্রধারীরা

প্রকাশিত: ০৫:৪২, ৯ জুলাই ২০১৮

 এবার নানিয়ারচর  থেকে ২৭  গ্রামবাসীকে  অপহরণ করেছে   অস্ত্রধারীরা

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ৮ জুলাই ॥ রাঙ্গামাটি পার্বত্য জেলার সন্ত্রাস কবলিত জনপদ হিসেবে খ্যাত নানিয়ারচর উপজেলার হাতিমুড়া এলাকা থেকে সন্ত্রাসী অস্ত্রধারীরা এবার ২৭ নিরীহ গ্রামবাসীকে অস্ত্রের ভয় দেখিয়ে অপহরণ করে গভীর জঙ্গলে নিয়ে যায়। রবিবার সকালে এই ঘটনা ঘটেছে। এই ঘটনার জন্য জেএসএস লারমা গ্রুপকে দায়ী করেছে ইউনাইটেড পিপল্স ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। রাঙ্গামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা রবিবার এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এই অপহরণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি অবিলম্বে অপহৃত গ্রামবাসীদের উদ্ধার এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য নানিয়ারচর উপজেলা পরিষদের উপনির্বাচনে অন্যায় প্রভাব খাটানোর অপচেষ্টা হিসেবে এই ঘটনা ঘটিয়েছে বলে ইউপিডিএফ দাবি করেছে। গ্রামবাসীরা ইঞ্জিনচালিত বোট যোগে কাঁচামাল নিয়ে বিভিন্ন গ্রামের লোকজন কুদুকছড়ি বাজারে যাওয়ার সময় সংস্কারবাদী ও নব্য মুখোশ বাহিনীর সশস্ত্র সন্ত্রাসীরা হাতিমারা এলাকায় একটি টিলায় তাদেরকে আটকানোর পর ২৫ জন মুরুব্বিকে বাছাই করে অস্ত্রের মুখে অপহরণ করে গোপন স্থানে নিয়ে যায় বলে এলাকাবাসী জানায়। এর আগে আরও ২ জনকে ওই সন্ত্রাসীরা অপহরণ করেছে।
×