ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

গলাচিপায় ১২ লাখ রেণু পোনা জব্দ ॥ পাঁচ জনের দণ্ড

প্রকাশিত: ০৭:১৫, ২৯ মে ২০১৮

গলাচিপায় ১২ লাখ রেণু পোনা জব্দ ॥ পাঁচ জনের দণ্ড

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ র‌্যাব-৮-এর একটি টিম পটুয়াখালীর বুড়াগৌরাঙ্গ নদ ও গলাচিপা শহরের একটি আড়তে পৃথক অভিযান চালিয়ে ১২ লাখ বাগদা ও গলদা চিংড়ির রেণু পোনা, তিনটি ট্রলার ও ২৫টি সিলভারের পাতিল জব্দ করেছে। অভিযানকালে আটক পাঁচ পোনা পাচারকারীকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে। জব্দ রেণু পোনা নদীতে অবমুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সূত্রের খবরের ভিত্তিতে রবিবার গভীর রাতে কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন খালিদ মাহমুদের নেতৃত্বে র‌্যাব-৮ এর একটি টিম বুড়াগৌরাঙ্গ নদের পশ্চিম তীরের বদনাতলী ঘাটে অভিযান চালায়। এ সময় বুড়োগৌরাঙ্গ নদের চ্যানেল ব্যবহার করে ভোলার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা ইঞ্জিনচালিত তিনটি ট্রলারে মাটি ও সিলভারের পাতিল ভর্তি বাগদা ও গলদা চিংড়ির রেণু পোনা বদনাতলী ঘাটে এসে নোঙর করে। পাচারকারীরা ট্রাকের মাধ্যমে রেণু পোনা খুলনা ও বাগেরহাট অঞ্চলে পাচার করার সুযোগের অপেক্ষায় ছিল। র‌্যাব সদস্যরা তাৎক্ষণিক ট্রলারগুলোতে অভিযান চালিয়ে ১০ লাখ রেণু পোনাসহ তিনটি ট্রলার ও ২৫টি পাতিল জব্দ করে। ট্রলার থেকে র‌্যাব খুলনার পাইকগাছা অঞ্চলের রুস্তুম, সজিব ও শরিফ নামের তিন ব্যক্তিকে আটক করে। পরে প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদের ভ্রাম্যমাণ আদালতে আটককৃতদের সোপর্দ করা হয়। আদালতের বিচারক প্রথম দুই জনকে ১৫ দিন ও তৃতীয় জনকে ১০ দিন কারাদ-ের আদেশ দেন। একই সঙ্গে সিলভারের পাতিল নিলামে ২৫ হাজার ২ শ’ টাকায় বিক্রি করে সরকারী কোষাগারে জমা করা হয়। র‌্যাবের একই টিম সোমবার গলাচিপা শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় মোঃ হেলালের মৎস্য আড়তে অভিযান চালিয়ে ২ লাখ চিংড়ির রেণু পোনা জব্দ করে। র‌্যাব আড়ত থেকে ইব্রাহিম ও সাহেব আলী নামের দুই ব্যক্তিকে আটক করে। ভ্রাম্যমাণ আদালত ইব্রাহিমকে এক মাস ও সাহেব আলীকে ১৫ দিনের কারাদ-ের আদেশ দিয়ে কারাগারে পাঠিয়েছে। উভয়স্থান থেকে জব্দ ১২ লাখ চিংড়ি রেণু পোনা বুড়াগৌরাঙ্গ ও রামনাবাদ নদীতে অবমুক্ত করা হয়েছে।
×