ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সবচেয়ে ছোট বাড়ি

প্রকাশিত: ০৬:১৭, ২৯ মে ২০১৮

সবচেয়ে ছোট বাড়ি

মাইক্রো থেকে এখন ন্যানোর দিকে বিজ্ঞান ও প্রযুক্তির চোখ। প্রযুক্তি আর পণ্যকেও করে তোলা হচ্ছে সূক্ষ্মতর। কারণ ন্যানো প্রযুক্তির সফল প্রয়োগ চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে ইলেক্ট্রনিক পণ্যের ব্যবহার করবে সহজতর। অঙ্কের হিসাবে এক মিটারের এক বিলিয়ন ভাগের এক ভাগ হচ্ছে এক ন্যানোমিটার। আরও সহজ করে বলতে হলে, একটি চুলের আশি হাজার ভাগের এক ভাগ হচ্ছে এক ন্যানো। সম্প্রতি ন্যানো প্রযুক্তির প্রকৌশলীদের অভূতপূর্ব একটি কাজ চমক সৃষ্টি করেছে। ফ্রান্সের একদল বিজ্ঞানী ন্যানোপ্রযুক্তির মাধ্যমে বিশ্বের সবচেয়ে ছোট বাড়ি নির্মাণ করেছেন, যা আকারে ২০ মাইক্রোমিটারের চেয়েও ছোট। অর্থাৎ আপনি একটি আলপিনের মাথায় এ রকম ৫০টি বাড়ি দিয়ে একটি গ্রাম সাজিয়ে ফেলতে পারবেন। বাড়িটির দেয়ালগুলো মাত্র ১.২ মাইক্রোমিটার পুরু যা ১ মিটারের এক মিলিয়ন ভাগের ১ ভাগের সমান। সুতরাং এরকম ৬০টি দেয়াল যদি আপনি একসঙ্গে জড়ো করেন তাহলে তা মানুষের চুলের চেয়েও পাতলা হবে। আণুবীক্ষণিক এই বাড়িটি একটুকরো অপটিক্যাল ফাইবারের ওপর নির্মাণ করা হয়েছে। আসলে কিছু অত্যাধুনিক বৈজ্ঞানিক গবেষণা এবং প্রযুক্তির নমুনা হিসেবে এটি তৈরি করা হয়। কিছু আণুবীক্ষণিক বৈজ্ঞানিক প্রযুক্তি আছে যার বিভিন্ন দিক উন্মোচনের জন্য গবেষকদল এরকম একটি নমুনা তৈরি করেছেন। -সায়েন্স এ্যালার্ট
×