ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি

প্রকাশিত: ০৫:৫৯, ১১ মে ২০১৮

বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি

মোরসালিন মিজান ॥ মঙ্গলবার ছিল ২৫ বৈশাখ। হ্যাঁ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। প্রতি বছরের মতো এবারও দিবসটি সামনে রেখে ঢাকায় শুরু হয়ে যায় উৎসব অনুষ্ঠান। রবীন্দ্রজয়ন্তীর দিন আরও বেশি করে সামনে আসেন প্রিয় কবি। এদিন মহামানব স্মরণে বিভিন্ন উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। চমৎকার অনুষ্ঠান ছিল ছায়ানটে। প্রতিষ্ঠানের শিল্পীরা বিভিন্ন পরিবেশনার মাধ্যমে কবিগুরুর সঙ্গীত নৃত্যভাবনা তুলে ধরেন। একই দিন চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজন করা হয় রবীন্দ্রমেলার। এখানে সঙ্গীত নৃত্যের পাশাপাশি কয়েকটি স্টল থেকে রবীন্দ্রনাথের সৃষ্টির নানা দিক তুলে ধরা হয়। রবীন্দ্রসঙ্গীতের শিল্পীদের একাধিক সংগঠন থাকলেও, তাদের পক্ষ থেকে ওইদিন ঢাকার কোথাও কোন কর্মসূচী ছিল না। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। জন্মদিনের আলাদা তাৎপর্য। কিন্তু সেটি ভুলে শিল্পীরা টেলিভিশনের অনুষ্ঠানে টকশোতে ব্যস্ত থাকছেন। পরে সুবিধাজনক সময়ে উদযাপন করছেন রবীন্দ্রজয়ন্তী। এই যেমন, বৃহস্পতিবার জাতীয় গণগ্রন্থাগারে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উদ্যাপন করে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা। অনুষ্ঠান থেকে রবীন্দ্রনাথকে স্মরণ করা হয়। শ্রদ্ধা ভালবাসা জানানো হয়। বিষয়টি নিয়ে গত কয়েকদিন আগে কথা হচ্ছিল খ্যাতিমান একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পীর সঙ্গে। তার মতে, জন্মদিনের আগে জন্মদিন উদ্যাপন করা যায়। পরে করতেও বাধা নেই। কবিগুরুকে সারা বছরই আমরা স্মরণ করি। কিন্তু ২৫ বৈশাখ বা ২২ শ্রাবণের আলাদা গুরুত্ব। ওই দিনগুলোতে রবীন্দ্রনাথকে স্মরণ করার আলাদা তাৎপর্য। সেটি না করলে দিবসটির অমর্যাদা করা হয়। অবহেলা প্রকাশ পায়। সংশ্লিষ্ট শিল্পী ও সংগঠকরা নিশ্চয়ই বিষয়টি নিয়ে ভাববেন। ধানম-ির বেঙ্গল বই সম্পর্কে এখন প্রায় সবাই জানেন। খুব পরিপাটি বুকশপ ক্যাফে। বেঙ্গল ফাউন্ডেশনের এই বইয়ের রাজ্যে চমৎকার সময় কাটাচ্ছেন পাঠক। ইতোমধ্যে জায়গাটি জনপ্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন বয়সী মানুষ প্রতিদিন এখানে এসে বই পড়ছেন। কিনছেন। থাকছে নানা উৎসব অনুষ্ঠানও। সেই ধারাবাহিকতায় নতুন যোগ হলো আনুষ্ঠানিক গল্প আড্ডা। আয়োজনটির শিরোনামÑ ‘আলাপে বিস্তারে।’ গত সোমবার ছিল আলোচনাচক্রের প্রথম পর্ব। এদিন সেলিনা হোসেনের উপন্যাস ‘সাতই মার্চের বিকেল’ নিয়ে আলোচনা করেন ইমদাদুল হক মিলন। পরদিন মঙ্গলবার ছিল রবীন্দ্রজয়ন্তী। এদিন আলোচনা হয় প্রাবন্ধিক বেগম আকতার কামাল রচিত ‘রবীন্দ্রনাথের ব্রহ্মভাবনা’ বইটি নিয়ে। আলোচক হিসেবে ছিলেন বেঙ্গল পাবলিকেশন্সের নির্বাহী পরিচালক আবুল হাসনাত। না, খুব গুরুগম্ভীর নয়। সরল আলোচনা। মন দিয়ে শুনেছেন সবাই। উপভোগ করেছেন। বই নিয়ে এমন প্রাণবন্ত আলোচনা একসময় খুব হতো বটে। এখন কেমন যেন হারিয়ে গেছে। হারিয়ে যাচ্ছে। ঠিক তখন বেঙ্গল বই কর্তৃপক্ষ জানালো, নিয়মিতভাবে আয়োজন করা হবে ‘আলাপে বিস্তারে।’ রাজধানীর বইপ্রেমীদের জন্য নিঃসন্দেহে ভাল খবর। ইউনাইটে প্রেস লিমিটেডের (ইউপিএল) একক গ্রন্থ প্রদর্শনী এখন চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের দ্বিতীয় তলায় শুক্রবার এর উদ্বোধন করা হয়। ‘জ্ঞানভিত্তিক সমাজ গঠনে ৪০ বছর : সামাজিক বিজ্ঞান গবেষণায় উৎকর্ষ অর্জন’ এই প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া প্রদর্শনীতে প্রকাশনা প্রতিষ্ঠানের প্রায় সব বই পাওয়া যাচ্ছে। আগামী ১৬ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী। এবার মধু মাসের কথা। জ্যৈষ্ঠকে বলা হয় মধুমাস। মাস শুরুর এখনও কয়েকদিন বাকি। তার আগেই ঢাকার বাজারে আসতে শুরু করেছে সুস্বাধু রসালো ফল। এ ক্ষেত্রে পরিষ্কার এগিয়ে লিচু। গত কয়েকদিন ধরেই ঢাকার বাজারে ফুটপাথে লিচু দৃশ্যমান হচ্ছে। বৃহস্পতিবার রাস্তার ধারে ঝুরি নিয়ে বসা এক দোকানির লিচু দেখে থামতে হলো। আগেভাগে গাছ থেকে নামানো হলেও, আকারে বেশ বড়। গায়ের রংটাও ফর্সা সুন্দর। কিন্তু খেতে কেমন? জানতে চাইলে দোকানিকে বেশ আত্মবিশ্বাসী মনে হলো। বললেন, ‘খেয়ে দেখেন। পছন্দ না হইলে দাম নিয়েন না।’ তাহলে দেখাই যাক মুখে পুড়ে। এক ক্রেতা লিচু মুখে দিয়ে বললেন, মন্দ না। তার মানে, খুব যে ভাল, তাও বলা যাবে না। এ অবস্থায় প্রকৃত ঘটনা জানতে নিজেকেই মুখে দিতে হলো এ বছরের প্রথম লিচুটি। ওমা, বেশ তো স্বাদ! নতুন লিচু। মধুর মতো মিষ্টি না। তাতে কী? টক মিষ্টি স্বাদটা মুখে লেগে ছিল অনেকক্ষণ। আগে ভাগে লিচু খাবেন, দামটা তো বেশিই দিতে হবে। দোকানি জানালেন, একশ লিচুর দাম ৫০০ টাকা। কয়েকজন বললেন বটে, কম রাখেন। কাজ হলো না। ওই এক কথা। এবং মজার বিষয় এই যে, দেখতে দেখতে দর দাম করতে করতে খালি হয়ে গেল ঝুরি! তার মানে বিপুল চাহিদা। দোকানির সঙ্গে কথা বলে জানা গেল, এখন থেকে প্রতিদিনই আসবে লিচু। সোনারগাঁও, ঈশ্বরদী, রাজশাহী, নাটোর, দিনাজপুরসহ বিভিন্ন অঞ্চলের লিচু সরাসরি চলে আসবে রাজধানী শহরে। তবে আজ কিনব কাল কিনব বললে ভুল করা হবে। কারণ লিচুর মৌসুম খুব অল্পদিনের। দেখতে দেখতে ফুরিয়ে যাবে। মনে থাকবে তো?
×