ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বিইউপিতে সেমিনার

প্রকাশিত: ০৪:২৮, ২৮ এপ্রিল ২০১৮

 বিইউপিতে সেমিনার

বৃহস্পতিবার, মিরপুর সেনানিবাসস্থ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিজয় অডিটরিয়ামে ফ্যাকাল্টি অব সিকিউরিটি এ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে ‘চেনঞ্জিং সিনারি অব মিডিয়া, কালচার এ্যান্ড সোসাইটি ইন বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ এমদাদ উল বারী, এনডিসি, পিএসসি, টিই ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদার এছাড়া সেমিনারে প্রবন্ধবক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. আহাদুজ্জামান এম আলী। সেমিনারে বক্তারা বলেন, অতীতে ভাষা আন্দোলনসহ পরবর্তী বিভিন্ন আন্দোলনে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপপূর্ণ ভূমিকা পালন করেছে। বর্তমানে গণমাধ্যমের ব্যাপ্তি ব্যাপকহারে বৃদ্ধি পেলেও সংবাদ পরিবেশনের ক্ষেত্রে অতীতের মতো গুণগতমান রক্ষায় ব্যর্থ হয়েছে। -বিজ্ঞপ্তি
×