ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সঞ্চয়ের শপথ শিক্ষার্থীদের

প্রকাশিত: ০৭:০৬, ১২ এপ্রিল ২০১৮

সঞ্চয়ের শপথ শিক্ষার্থীদের

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ১১ এপ্রিল ॥ উপবৃত্তি এবং টিফিনের টাকা থেকে জমা করে সঞ্চয় করার শপথ করেছে দুই শতাধিক শিক্ষার্থী। জেলা সঞ্চয় অফিসের আয়োজনে সঞ্চয় সপ্তাহ উপলক্ষে বুধবার বিকেলে শহরের সদর থানা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা তৈরির উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার ম-ল উপবৃত্তি এবং টিফিনের টাকা অপ্রয়োজনীয় কাজে ব্যবহার না করে জমানোর আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। সভায় বক্তব্য রাখেন জেলা সঞ্চয় অফিসার আব্দুল জলিল, সহকারী শিক্ষক সাজেদুর রহমান, শিক্ষার্থী লিমাসহ প্রমুখ। ধর্ষণবিরোধী বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১১ এপ্রিল ॥ ফরিদপুরে ‘ধর্ষণ বিরোধী জনতা’ এর ব্যানারে মানববন্ধন কর্মসূচী ও বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার বিকেলে সাড়ে তিনটা থেকে চারটা পর্যন্ত ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে আধাঘণ্টার মাননবন্ধন কর্মসূচী পালিত হয়। পরে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি শহরের জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন। এ সময় বক্তব্য দেন রফিকুজ্জামান, অনিমেষ রায়, সুদেব চক্রবর্তী, শামীমা বেগম, রুখসানা রুনা, জান্নাতুল মাহিন প্রমুখ। বক্তারা ধর্ষণকে ‘বর্বোরোচিত’ উল্লেখ করে মানবতার স্বার্থে ধর্ষণের ঘটনা বন্ধে সরকারের প্রতি অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানান।
×