ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আমরা দানবের নয়, মানবের দেশ চাই ॥ নূর

প্রকাশিত: ০৩:৫৭, ৭ এপ্রিল ২০১৮

আমরা দানবের নয়, মানবের দেশ চাই ॥  নূর

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৬ এপ্রিল ॥ সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, বর্তমান সময়ে দেশে অস্থিরতা বিরাজ করছে, খুন হচ্ছে, নারীরা ধর্ষিত হচ্ছে ও সরকারী সম্পত্তি দখল হচ্ছে। একটি মহল দেশে জঙ্গীবাদ সৃষ্টি করার পাঁয়তারা করছে। বৃহস্পতিবার রাতে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অডিটরিয়ামে সাভার জাগরণী থিয়েটারের আয়োজনে পাঁচ দিনব্যাপী ‘স্বাধীনতা দিবস নাট্য উৎসব’ উদ্বোধন শেষে এক বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, আমরা দানবের দেশ নয়, মানবের দেশ চাই। একটি মহল সরকারের উন্নয়ন দেখে দেশে জঙ্গীবাদ সৃষ্টি করার চেষ্টা করছে। যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যা করেছে, তারাই আবারও দেশটাকে নতুন করে ধ্বংসের পাঁয়তারা শুরু করেছে। স্থানীয় সংসদ সদস্য ডাঃ এনামুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিশিষ্ট অভিনেতা আবদুল কাদের, ইউএনও শেখ রাসেল হাসান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আহম্মেদ গিয়াস, জাগরণী থিয়েটারের সাধারণ সম্পাদক স্মরণ সাহা প্রমুখ।
×