ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

প্রেমের বলি- কুমিল্লায় কলেজছাত্রকে গলা কেটে হত্যা

প্রকাশিত: ০৫:১৬, ৫ এপ্রিল ২০১৮

প্রেমের বলি- কুমিল্লায় কলেজছাত্রকে গলা কেটে হত্যা

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৪ এপ্রিল ॥ এবার কুমিল্লায় প্রেমের কারণে প্রাণ গেল আরও এক কলেজছাত্রের। সাগর দত্ত নামে ওই কলেজছাত্রকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ সময় তার কক্ষে সজিব সাহা নামে আরও এক ছাত্রকে গুলি করা হয়। আহত সজিবকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। বুধবার ভোর রাতে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার পান্থপথ গলির বিএইচ ভূঁইয়া হাউস ভবনের নিচতলার একটি কক্ষে এ ঘটনা ঘটে। বুধবার সকালে পুলিশ নিহতের লাশ এবং একটি পিস্তলসহ রক্তমাখা ছুরি উদ্ধার করে। নিহত সাগর দত্ত কুমিল্লা সরকারী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ও সে জেলার চান্দিনা উপজেলার চিরাল্লা গ্রামের শংকর দত্তের ছেলে এবং গুলিবিদ্ধ সজিব ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজিরপুর গ্রামের রাখাল সাহার ছেলে ও ভিক্টোরিয়া সরকারী কলেজের ডিগ্রীর (পাস) ছাত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর রেসকোর্স এলাকার ভূঁইয়া হাউস নামের তিন তলা ভবনের নিচতলার ৩টি কক্ষের একটি কক্ষে থাকত সাগর দত্ত (১৮) ও সজিব সাহা (২১)। অপর দুই কক্ষে ভাড়ায় থাকত তাদের আরও ৪ সহপাঠী। ওই ভাড়াটিয়াদের মধ্যে একজনের বোনের সঙ্গে সজিবের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। বুধবার ভোরে পাশের কক্ষের সাকিব সশস্ত্র অবস্থায় তার সহপাঠী নিয়ে সজিব-সাগরের কক্ষে প্রবেশ করে সজিবকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় সজিবকে রক্ষার জন্য তার রুমমেট সাগর এগিয়ে এলে তার গলায় ছুরি ধরে মুখে স্কচটেপ লাগিয়ে দেয় এবং সজিবকে মারধর শুরু করে। এক পর্যায়ে সজিবকে গুলি করার সময় তাকে বাঁচাতে সাগর ধস্তাধস্তি শুরু করে। এ সময় তারা সাগরকে গলা কেটে হত্যা করে এবং সজিবের বুকের বাঁ পাশে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ সজিবকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনার পর ওই ফ্লোরের অন্য কক্ষের ভাড়াটিয়ারা পালিয়ে যায়। খবর পেয়ে কুমিল্লা জেলা পুলিশ, ডিবি, র‌্যাব ও পিবিআইসহ বিভিন্ন সংস্থার পৃথক টিম ঘটনাস্থলে যায়। এদিকে নিহত সাগরের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে দুপুরে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আবু সালাম মিয়া জানান, প্রেম সংক্রান্ত বিষয়ের জের ধরে এ ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। ঘাতকরা ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। তদন্ত ও গ্রেফতারের স্বার্থে তাদের নাম-পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে ডিবিসহ পুলিশের পৃথক ৩টি টিমের অভিযান অব্যাহত রয়েছে।
×