ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কাফরুল ও গুলশানে অগ্নিকান্ডে শ্রমিকের মৃত্যু, দগ্ধ ২

প্রকাশিত: ০৮:১১, ১ এপ্রিল ২০১৮

কাফরুল ও গুলশানে অগ্নিকান্ডে শ্রমিকের মৃত্যু,  দগ্ধ ২

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কাফরুল ও গুলশানে দুটি প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ সময় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে দুই শ্রমিক মারাত্মক দগ্ধ হয়। শনিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, শনিবার ভোর ৪টার দিকে রাজধানীর কাফরুলের পূর্ব কাজীপাড়ার ১৩/১ পূর্ব কাজীপাড়ায় একটি এমব্রয়ডারি কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মোঃ মাসুম (১৭) এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় মাইনুদ্দিন (২১) ও আল আমিন (১৯) মারাত্মক দগ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে। ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ সংকর পাল জানান, মাইনুদ্দিন ও ও মাসুমের শ্বাসনালীসহ ৮০ শতাংশ পুড়ে গেছে। আলামিনেরও শ্বাসনালীসহ ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। মৃত মাসুমের বাবার নাম আবু তাহের। গ্রামের বাড়ি ভোলার বোরহান উদ্দীন উপজেলায়। দুই ভাই এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়। ফায়ার সার্ভিস ও কারখানার কর্মচারীরা জানান, পূর্ব কাজী পাড়ায় ওই ছয় তলা ভবনের নিচতলায় এই এ্যামব্রয়ডারি কারখানাটির অবস্থান। শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে সেখানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে কর্মীরা সেখানে ছুটে গিয়ে দুজনকে সুস্থ অবস্থায় উদ্ধার করেন। তিন জনকে মারাত্মক দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে মাসুমের মৃত্যু হয়। কারখানার প্রোডাকশন ম্যানেজার জানান, কারখানার দুটি রুমে রাতের শিফটে পাঁচ জন কাজ করছিল। ধারণা করা হচ্ছে এসির শর্টসার্কিট থেকে একটি রুমে আগুন লাগে। সেই আগুনে তিন জন মারাত্মক দগ্ধ হয়েছে। অন্য রুম থেকে দুই জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। এদিকে একইদিন দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর গুলশানে নিকেতন পার্ক সংলগ্ন একটি নির্মাণ প্রতিষ্ঠানের গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
×