ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

জ্বালানি খাত থেকে ভর্তুকি তুলে দিলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে ॥ বিদ্যুত প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৫:৩৪, ১৯ মার্চ ২০১৮

জ্বালানি খাত থেকে ভর্তুকি তুলে দিলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে ॥ বিদ্যুত প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুত খাতে ৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন। রাজধানীর একটি পাঁচতারা হোটেলে রবিবার বিদ্যুত খাতের অবস্থা নিয়ে আলোচনায় পিডব্লিউসি এবং ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার এ্যাসোসিয়েশন (বিআইপিপিএ) প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বেসরকারী উদ্যোক্তাদের এই সংগঠন বলছে, ২০৪১ সাল পর্যন্ত বিদ্যুত জ্বালানি খাতের উন্নয়নে এই বিনিয়োগ প্রয়োজন পড়বে। আলোচনায় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বেসরকারীকরণের সুস্পষ্ট নীতি থাকা উচিত। সরকার নীতি প্রণয়নের বিষয়ে চিন্তা করছে। আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুত জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, এখনই দেশের বিদ্যুত জ্বালানি খাত থেকে ভর্তুকি তুলে দেয়ার সময় আসেনি। এখনও প্রান্তিক মানুষকে সহনীয় দামে সরকার বিদ্যুত এবং জ্বালানি সরবরাহ করতে চায়। আলোচনায় উদ্যোক্তাদের পক্ষ থেকে বলা হয়, সরকারের উচিত বিনিয়োগের ভিন্ন ভিন্ন উৎস খুঁজে বের করা। এতে প্রচলিত বিনিয়োগের বাইরে গিয়েও বিদ্যুত জ্বালানিতে নতুন বিনিয়োগ আসতে পারে। অনুষ্ঠানে পিডব্লিউসি-এর বাংলাদেশের ম্যানেজিং পার্টনার মামুন রশিদ, বিআইপিপিএ এর সভাপতি লতিফ খান বক্তব্য রাখেন।
×