ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ক্যান্সার আক্রান্ত ছাত্রকে ৫ লাখ টাকা প্রদান

প্রকাশিত: ০৬:০৭, ২ মার্চ ২০১৮

ক্যান্সার আক্রান্ত ছাত্রকে ৫ লাখ টাকা প্রদান

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ বোনম্যারো ক্যান্সারে আক্রান্ত নবম শ্রেণীর শিক্ষার্থী জাহিদুলের চিকিৎসায় ‘নাগরিক উদ্যোগে’ ৫ লাখ টাকা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান জাহিদুলের পিতা নুরুল আমিনের কাছে এ অর্থ হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, সদর ইউএনও আমিন আল পারভেজ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায়, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, সিনিয়র সাংবাদিক শাহাবুদ্দিন, সফি খান, হুমায়ুন কবির সূর্য্য, মজিদা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন রিন্টু, রাজারহাটের মীর ইসমাইল হোসেন কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম রানা, কুড়িগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ সিদ্দিকী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাঈদ হাসান লোবান প্রমুখ। ১২৫ ফুট জাতীয় পতাকা নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ১ মার্চ ॥ চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের হামানকর্দ্দি গ্রামের ফ্রান্স প্রবাসী আলী নাজির ১২ফুট দৈর্ঘ্য এবং ৭৫ফুট প্রস্থের জাতীয় পতাকা তৈরি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৌঁছানোর জন্য বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীর কাছে হস্তান্তর করেছেন। বৃহস্পতিবার বিকেলে হামানকর্দ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় মাঠে তিনি আনুষ্ঠানিকভাবে এ পতাকা হাস্তান্তর করেন। এ সময় নাজির স্বাধীনতার মাস উপলক্ষে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকবাসীর মাঝে ১০৫০টি জাতীয় পতাকা বিতরণ করেন। প্রবাসী নাজির নিজের দেশের প্রতি ভালবাসা ও বঙ্গবন্ধুর আদর্শের প্রতি সম্মান জানিয়ে এ উদ্যোগ গ্রহণ করেছেন। ২০১৭ সালের ৩ অক্টোবর তিনি দেশে আসেন।
×