ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

গোলাম মুস্তাফা আবৃত্তি পদক পেলেন ১০ বাচিক শিল্পী

প্রকাশিত: ০৫:৪৪, ২১ ফেব্রুয়ারি ২০১৮

গোলাম মুস্তাফা আবৃত্তি পদক পেলেন ১০ বাচিক শিল্পী

স্টাফ রিপোর্টার ॥ প্রবাদপ্রতিম এক শিল্পী গোলাম মুস্তাফা। তার অনবদ্য প্রয়াসেই এদেশে আবৃত্তি পেয়েছে শিল্পের মর্যাদা। অভিনয় আর আবৃত্তিতে সমান পারঙ্গম এই শিল্পী আবৃত্তিশিল্পকে নিয়ে গেছেন অনন্য উচ্চতার আসনে। মঙ্গলবার ছিল এই কিংবদন্তি শিল্পীর প্রয়াণবার্ষিকী। এ উপলক্ষে বসন্ত সন্ধ্যায় এভাবেই উদ্্যাপিত হয় একুশের প্রথম প্রহর। সে অনুষ্ঠানে দশ গুণী আবৃত্তিশিল্পীকে প্রদান করা হয় গোলাম মুস্তাফা আবৃত্তি পদক। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ। অতিথি হিসেবে গোলাম মুস্তাফাকে নিয়ে স্মৃতিচারণ করেন তার মেয়ে খ্যাতিমান অভিনয় ও আবৃত্তিশিল্পী সুবর্ণা মুস্তাফা। স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আহ্্কাম উল্লাহ্। স্বৈরাচারবিরোধী আন্দোলনের অংশগ্রহণের মাধ্যমে দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে ভূমিকার জন্য দশ আবৃত্তিশিল্পীকে প্রদান করা হয় গোলাম মুস্তাফা আবৃত্তি পদক। পুরস্কারপ্রাপ্তদের সম্মানীস্বরূপ ১০ হাজার টাকার চেকের সঙ্গে প্রদান করা হয় স্মারক এবং পরিয়ে দেয়া হয় উত্তরীয়। পদকপ্রাপ্তরা হলেন খান জিয়াউল হক, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, তারিক সালাহউদ্দিন মাহমুদ, এসএম মহসীন, রুহুল আমিন প্রামাণিক, নিরঞ্জন অধিকারী, কাজী মদিনা, কাজী আরিফ (মরণোত্তর), রণজিত রক্ষিত ও সুবর্ণা মুস্তাফা। ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর দেখানো হয় গোলাম মুস্তাফা নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র। তথচিত্রের প্রদর্শনী শেষে গোলাম মুস্তাফার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন অতিথিসহ পুরস্কারপ্রাপ্ত শিল্পীরা। স্বাগত বক্তব্যে মোঃ আহ্্কাম উল্লাহ বলেন, একুশ এসেছিল বলেই বাংলাদেশের স্বাধীনতা এসেছে। আর সেই স্বাধীনতাসহ প্রতিটি আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছে এদেশের সংস্কৃতিকর্মীরা। রাজনৈতিক আন্দোলনের সমান্তরালে চলেছে সাংস্কৃতিক আন্দোলন। দেশের গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় রাজপথে নেমেছে সংস্কৃতিকর্মীরা। এই পদক যারা পাচ্ছেন তারা অংশ নিয়েছিলেন স্বৈরাচারবিরোধী সেই গণতান্ত্রিক আন্দোলনে। পদক প্রদান ও আলোচনা শেষে ছিল একুশের কবিতায় সাজানো বিভিন্ন আবৃত্তি সংগঠনের পরিবেশনা। এতে অংশ নেয় বৈকুণ্ঠ, স্রোত আবৃত্তি সংসদ, সংবৃতা আবৃত্তিচর্চা ও বিকাশ কেন্দ্র, মুক্তধারা সংস্কৃতিচর্চা কেন্দ্র, স্বরশ্রুতি, কথা, মুক্তবাক, প্রজন্মকণ্ঠ, চারুকণ্ঠ, স্বরকল্পন, স্বরবৃত্ত, স্বরচিত্র ও কণ্ঠশীলনের আবৃত্তিশিল্পীরা। আলোকচিত্র প্রদর্শনী ‘ক্ষমতায়নের মুখগুলো ॥ অলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে শুরু হলো ‘ক্ষমতায়নের মুখগুলো’ শীর্ষক জিএমবি আকাশের একক আলোকচিত্র প্রদর্শনী। ডেনিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি-ডানিডার আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন হয় মঙ্গলবার বিকেলে। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত মিকেইল হেমনিতি উইনথার। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন রাজশাহীর প্রত্যন্ত অঞ্চলের ২৯ বছরের নির্যাতনের শিকার নারী রতœা। প্রদর্শনীটি চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। সোম থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রবিবার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।
×