ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৬:২৬, ১ ফেব্রুয়ারি ২০১৮

চট্টগ্রামে হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে এক ব্যবসায়ীপুত্রকে গুলি করে হত্যার অপরাধে ৪ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। একই রায়ে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছর করে কারাদ- দেয়া হয়। দণ্ডিতরা হলেন- সীতাকুণ্ড উপজেলার কুমিরা বাজার এলাকার জামাল উদ্দিন, আলমগীর, মোহাম্মদ লোকমান এবং কামাল উদ্দিন। বুধবার চট্টগ্রামে তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুন্সী আবদুল মজিদ এ রায় প্রদান করেন। উল্লেখ্য, ২০০৫ সালের ৮ জুলাই রাত পৌনে ১০টার দিকে সীতাকুণ্ডের বড় কুমিরা বাজার এলাকায় খুন হন স্বর্ণ ব্যবসায়ী বাবুল কান্তি ধরের পুত্র সুমন কান্তি ধর। ব্যবসায়ী বাবুলের কাছে চাঁদা চেয়ে না পেয়ে ক্ষিপ্ত ছিল সন্ত্রাসীরা। ওই রাতে তিনি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফেরার পথে আক্রান্ত হন। সন্ত্রাসীরা তার ওপর চড়াও হলে তিনি চিৎকার করে ওঠেন। এ সময় বাসা থেকে তারপুত্র সুমন কান্তি ধর ছুটে আসেন। অস্ত্রধারীরা গুলি চালালে মৃত্যু হয় সুমনের। বাবুল ধর পুকুরে লাফিয়ে পড়ে কোন রকমে আত্মরক্ষা করেন। এআইইউবির সমাবর্তন শনিবার আগামী শনিবার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) নিজস্ব ক্যাম্পাস প্লট নং-৪০৮/১, কুড়াতলি, কুড়িল, ঢাকায় বিশ্ববিদ্যালয়ের ১৮তম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, এমপিকে সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করা এবং গ্র্যাজুয়েটদের মধ্যে ডিগ্রী/সনদ বিতরণ করার দায়িত্ব অর্পণ করেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান এবং সমাবর্তন বক্তা হিসেবে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া এস. বার্নিকাট অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য প্রদান করবেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখবেন এআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ও ভাইস চ্যান্সেলর ড. কারমেন জেড ল্যামাগনা। এআইইউবির ১৮তম সমাবর্তনে বিভিন্ন অনুষদের ২৬৭৫ ছাত্র-ছাত্রীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী প্রদান করা হবে। -বিজ্ঞপ্তি
×