ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সরকারী নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার চালু

প্রকাশিত: ০৭:১৭, ২৭ জানুয়ারি ২০১৮

সরকারী নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার চালু

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ সরকারী নির্দেশনা অমান্য করে বেশিরভাগ কোচিং খোলা রাখা হয় ময়মনসিংহে। শুক্রবার শহরের নতুন বাজার এলাকার মেধাসিঁড়ি কোচিং সেন্টারসহ বাউন্ডারি রোড, নাহা রোডের বেশিরভাগ কোচিংয়ে ক্লাস ও পরীক্ষা হয়েছে যথারিতি। তবে কিছু কিছু প্রতিষ্ঠান বন্ধ ছিল শুক্রবারের কারণে। খোলা রাখা মেধাসিঁড়ি কোচিং সেন্টারের পরিচালক তৌহিদ জানান, এ ব্যাপারে শুক্রবার পর্যন্ত সরকারী নির্দেশনা পাননি তারা। প্রশ্ন ফাঁস ঠেকাতে এসএসসি পরীক্ষার আগে শুক্রবার থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোচিং বন্ধ রাখার নির্দেশ দেয় সরকার। জানা গেছে, জেলায় ১০০ এর বেশি কোচিং সেন্টার রয়েছে। এর মধ্যে সদরে ময়মনসিংহেই রয়েছে অর্ধশতাধিক বাণিজ্যিক কোচিং সেন্টার। শহরের নতুন বাজার, বাউন্ডারি রোড, নাহা রোড, জেলা স্কুলের আশপাশসহ বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে এসব কোচিং সেন্টার। নতুন বাজার ও বাউন্ডারি রোডেই গড়ে উঠেছে অন্তত ২০টি কোচিং সেন্টার। এমপিওভুক্ত ও পাঠদানে সরকারের অনুমতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা সংবাদ সম্মেলন করে প্রশ্ন ফাঁস রোধে এসব কোচিং বন্ধের দাবি জানিয়েছিলেন। অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরাও শহরে মানববন্ধন করে কোচিং সেন্টার বন্ধের দাবি জানান।
×