ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চিকিৎসকসহ নিহত ৯

প্রকাশিত: ০৬:৫৩, ১৬ জানুয়ারি ২০১৮

চিকিৎসকসহ নিহত ৯

সড়ক দুর্ঘটনা জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় গাজীপুরে ছাত্রী ও প্রশিক্ষকসহ চার, চট্টগ্রামে কার চালক, পটুয়াখালীতে চিকিৎসক, রাজশাহীতে হেলপারসহ দুই ও রূপগঞ্জে প্রতিবন্ধী নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। গাজীপুর পৃথক সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্রী ও প্রশিক্ষকসহ চারজন নিহত ও দুইজন আহত হয়েছে। কলেজ ছাত্রী নিহত হওয়ার ঘটনায় সোমবার বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। কালীগঞ্জে সোমবার কভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী কালীগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর এসএম মাহবুবুর রহমান (৪৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। তার বাড়ি বগুড়ার শেরপুর থানার দশশিকা পাড়া এলাকায়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতা খন্দকার মু. মুশফিকুর রহমান ও কালীগঞ্জ থানার ওসি মোঃ আলম চাঁদ জানান, সোমবার দুপুরে গাজীপুরের জয়দেবপুর থেকে মোটরসাইকেলে তার কর্মস্থল কালীগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারে যাচ্ছিলেন। পথে কালীগঞ্জ-টঙ্গী সড়কের শিমুলিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে একটি কভার্ডভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এদিকে শ্রীপুরে বাসের ধাক্কায় কলেজ ছাত্রী নিহতের জেরে সোমবার সহপাঠী ও এলাকাবাসী প্রায় একঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। নিহত ওই ছাত্রীর নাম দিপারাণী মল্লিক (১৮)। তিনি স্থানীয় ধলাদিয়া ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী এবং শ্রীপুরের জয়নারায়ণ গ্রামের পরশ মল্লিকের মেয়ে। অপরদিকে মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হুসেন জানান, শ্রীপুরের এমসি বাজার এলাকায় একইদিন সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় কভার্ডভ্যান চাপায় এক কিশোর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা যায়। আনুমানিক ১৫ বছর বয়সের নিহত ওই কিশোরের পরিচয় পাওয়া যায়নি। এছাড়াও শ্রীপুরের মুলাইদ এলাকার হাসিন সোয়েটার কারখানার শ্রমিক ইয়াসমিন আক্তার রবিবার রাতে কারখানা ছুটির পর বাসায় ফিরছিল। পথে এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মাওনা চৌরাস্তা আল-হেরা হাসপাতাল পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে সে মারা যায়। নিহত ইয়াসমিন শ্রীপুরের মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে। চট্টগ্রাম নগরীর হালিশহরের পোর্ট কানেকটিং সড়কে কন্টেনারবাহী লরির ধাক্কায় এক প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে। নিহত ফারুকের বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ এলাকায়। সোমবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, হালিশহর পোর্ট কানেকটিং সড়কের তাসফিয়া কমিউনিটি সেন্টারের পাশে কন্টেনারবাহী একটি লরির ধাক্কায় গুরুতর আহত হন কারচালক ফারুক। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পটুয়াখালী পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আঃ মান্নান সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। রবিবার গভীর রাতে কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের শাখারিয়ায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আঃ রহিম ও ডাঃ আঃ মান্নান কলাপাড়া ও আমতলীতে সিজার অপারেশন শেষে রাত সাড়ে ১২ টায় পটুয়াখালীতে ফিরছিলেন। কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের শাখারিয়ায় ঘন কুয়াশার কারণে দাঁড়িয়ে থাকা একটি টমটমকে ধাক্কা দেয় তাদের বহনকারী মাইক্রোবাস। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় ডাঃ আঃ মান্নানের। রাজশাহী পুঠিয়া ও গোদাগাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ও দুপুরে দুর্ঘটনা ঘটে। এরমধ্যে পুঠিয়া উপজেলার ঢালান নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ইটের ট্রলি উল্টে খোকন (২৫) নামের হেলপারের মৃত্যু হয়েছে। এছাড়া সকালে গোদাগাড়ীতে ভটভটি উল্টে চালক কালু শেখ (২৮) নিহত হয়েছেন। জানা গেছে, পুঠিয়ায় নিহত খোকন রাজশাহীর হরিয়ান পূর্বপাড়া এলাকার আরমানের ছেলে। অপরদিকে সোমবার ভোরে কালু ভটভটি বোঝাই মুরগি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। পথে গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ মাজারের সামনে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি নিয়ে খাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই কালু নিহত হন। রূপগঞ্জ রূপগঞ্জে মাইক্রোবাস চাপায় মাখন মিয়া (২০) নামে এক প্রতিবন্ধী তরুণ নিহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ৯ নং সেক্টর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাখন উপজেলার আলমপুরা এলাকার নবী মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মাখন মিয়া পূর্বাচল ৯ নং সেক্টর এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতিতে আসা একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মাখন মিয়ার মৃত্যু হয়।
×