ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

লাইন কাটা পড়ায় ঢাকার পুলিশ ও দমকলের টেলিফোন বিকল

প্রকাশিত: ০৪:১৫, ৯ ডিসেম্বর ২০১৭

লাইন কাটা পড়ায় ঢাকার পুলিশ ও দমকলের টেলিফোন বিকল

স্টাফ রিপোর্টার ॥ রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বিটিসিএলের লাইন কাটা পড়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধিকাংশ থানার কন্ট্রোল রুমের টেলিফোন ও ফায়ার সার্ভিস অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন বিকল হয়ে পড়েছে। শুক্রবার ভোর থেকে এসব নম্বরে কল যাচ্ছে না এবং আসছেও না। ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান, বিটিসিএলের মগবাজার অফিসে একটি প্রধান ক্যাবল কাটা পড়ায় শুক্রবার সকাল থেকে ডিএমপির ৪৯ থানার মধ্যে অধিকাংশ থানার ও দফতরের কন্ট্রোল রুমের টেলিফোনগুলো বিকল হয়ে আছে। সারাদিন এই সমস্যা থাকবে বলে আমাদের জানিয়েছে বিটিসিএল কর্তৃপক্ষ। ফায়ার কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, বিটিসিএলের লাইনে কারিগরি ত্রুটির কারণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন (০২ ৯৫৫৫৫৫৫) শুক্রবার ভোর পাঁচটা থেকে বিকল রয়েছে। তিনি জানান, টেলিফোন মেরামতের কাজ চলছে। কখন সচল হবে তা ঠিক করে বলা যাচ্ছে না। ওসি এনায়েত জানান, তবে অগ্নিকাণ্ডসহ যে কোন দুর্ঘটনার সংবাদ জানাতে বিকল্প নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসে যোগাযোগ করার জন্য +৮৮ ০১৭৩০৩৩৬৬৯৯ এবং +৮৮ ০১৭১৩০৩৮১৮২ নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
×