ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নোয়াখালীতে নকলে বাধা দেয়ায় হামলা ভাংচুর ॥ আহত ১০

প্রকাশিত: ০৬:০৩, ২৯ নভেম্বর ২০১৭

নোয়াখালীতে নকলে বাধা দেয়ায় হামলা ভাংচুর ॥ আহত ১০

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২৮ নবেম্বর ॥ সোনাইমুড়ি খলিলুর রহমান ডিগ্রী কলেজে নকলে বাধা দেয়ায় ককটেল বিস্ফোরণ হামলা-ভাংচুর করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে উচ্চ মাধ্যমিক নির্বাচনী পরীক্ষা চলাকালীন এ হামলার ঘটনা ঘটে। ঘটনায় ১০ শিক্ষার্থী আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী জানান, উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার আগে কলেজে নির্বাচনী পরীক্ষা চলছিল। মঙ্গলবার যথা সময়ে কৃষি, অর্থনীতি, সমাজবিজ্ঞান ও রসায়ন বিজ্ঞানের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালীন বিজ্ঞান বিভাগের কয়েকজন ছাত্র নকল করার চেষ্টা করে। এ সময় শিক্ষকরা তাদের বাধা দিলে কয়েক শিক্ষার্থী পরীক্ষার হল থেকে বেরিয়ে যায়। তারা প্রত্যেকেই কলেজে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। বাইরে গিয়ে ছাত্রলীগের আরও কয়েকজনকে ডেকে কলেজের বাইরে ৫-৬টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পরীক্ষার হলে অতর্কিতে হামলা চালায় তারা। হামলাকারীরা টেবিল, চেয়ার, ডায়াস ও দরজা-জানালা ভাংচুর করে। এতে কলেজের কয়েক হাজার টাকার ক্ষতি সাধিত হয়েছে। ককটেল বিস্ফোরণ ও হামলাকারীদের লাঠিসোটার মহড়া এবং ভাংচুরের কারণে আতঙ্কিত হয়ে পড়ে পরীক্ষার্থীরা। এ সময় দ্বিগবিদিক ছোটাছুটি করে হল থেকে বেরিয়ে যাওয়ার সময় ১০ শিক্ষার্থী আহত হয়েছে। এর মধ্যে হামলাকারীদের ছোড়া টেবিলের ধাক্কায় বিজ্ঞান বিভাগের আছমা আক্তার নামে এক ছাত্রী আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।
×