ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সরকার হটাতে জাতি ঐক্যবদ্ধ ॥ রিজভী

প্রকাশিত: ০৬:০৩, ২৩ নভেম্বর ২০১৭

সরকার হটাতে জাতি ঐক্যবদ্ধ ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ ফেনীতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনার তথ্য আওয়ামী লীগের লোকেরা ফঁঁাঁস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে বর্তমান সরকারকে হটাতে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। তাই যতই ষড়যন্ত্র আওয়ামী লীগ করুক না কেন তাদের শেষ রক্ষা হবে না। খালেদা জিয়ার নেতৃত্বে অচিরেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে। এ জন্য সবাইকে আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে। রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রভাবশালী ক’জন ব্যবসায়ীকে সুযোগ করে দিতেই ব্যাংক কোম্পানি আইন সংশোধন করা হচ্ছে। ‘একই পরিবারের চার সদস্য থাকার সুযোগ তৈরি করে দিতে ব্যাংক কোম্পানি আইনের সংশোধন প্রস্তাব পাসের সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। আর পরিচালক পদে থাকবেন ছয় বছরের পরিবর্তে নয় বছর। অর্থাৎ পারিবারিক লুটপাটের সুযোগ নিশ্চিত করা হচ্ছে এই আইন পাস করে যাওয়ার মধ্য দিয়ে। এই নতুন সিদ্ধান্তে বেসরকারী ব্যাংকে পরিবারতন্ত্র কায়েমের সুযোগ তৈরি হবে। রিজভী বলেন, যতই এটা হবে ততই জনগণের টাকার বেশি লুটপাটের সুযোগ সৃষ্টি হবে। জাতীয় অর্থনীতিকে ধ্বংস করতে ব্যাংক কোম্পানি আইন সংশোধন করা হচ্ছে। গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের প্রস্তাবিত সম্প্রচার আইন- ২০১৭ প্রণয়নকে একটি কালো আইন হিসেবে অভিহিত করে এর নিন্দা জানান তিনি। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন পালনকালে বরিশালের গৌরনদীসহ বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের লোকেরা হামলা করেছে অভিযোগ করে এ ঘটনার নিন্দা জানান রিজভী। তিনি বলেন, এভাবে হামলা চালিয়ে তারেক রহমানের জনপ্রিয়তা কমানো যাবে না। রিজভী বলেন, খালেদা জিয়ার গাড়িবহরে হামলার সম্পর্কে ফেনী জেলা আওয়ামী লীগ নেতারা মঙ্গলবার সংবাদ সম্মেলন করে হাটে হাড়ি ভেঙ্গে দিয়েছেন। তারা বলেছেন পুরো ঘটনার নেপথ্য নায়ক আওয়ামী লীগের একজন সংসদ সদস্য। তাই এ বিষয়ে আর কারও কোন সংশয় থাকার কথা নয়। তবে দেশের মানুষ এটা আগেই বুঝেছে। এতেই প্রমাণ হয় থলের বিড়ালকে বেশিক্ষণ আটকিয়ে রাখা যায় না, এটা বেরিয়ে পড়ে। খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ফেনী আওয়ামী লীগের নেতাদের বক্তব্যের পর কী তিনি লজ্জা পাবেন না? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক? আওয়ামী লীগের অন্যান্য নেতারা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে বিএনপির ওপর দোষ চাপানোর চেষ্টা করেছেন, এখন তারা এর কি উত্তর দেবেন, নিজেদের মুখ কী লুকিয়ে রাখতে পারবেন? রিজভী বলেন, ফেনী জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য এম আজহারুল হক আরজু মঙ্গলবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দলীয় নেতাকর্মীকে হত্যা ও নির্যাতনসহ নানা অভিযোগ তুলে ধরেন ফেনীর একজন সংসদ সদস্যের বিরুদ্ধে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সম্প্রতি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়িবহরে যে হামলার ঘটনা ঘটে, সেটি ছিল পূর্বপরিকল্পিত। কারণ সেদিন বেছে বেছে বিবিসি, চ্যানেল আই, একাত্তর, বৈশাখী টিভি ছাড়াও প্রথম আলো ও ডেইলি স্টারের গাড়ি ভাংচুর করা হয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, দলের নেতা হাবিবুল ইসলাম হাবিব, এম এ মালেক, আজিজুল বারী হেলাল, হাফেজ আবদুল মালেক, কাজী আবুল বাশার প্রমুখ। কক্সবাজার জেলা বিএনপির কমিটি অনুমোদন ॥ ১৫১ সদস্যবিশিষ্ট কক্সবাজার জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ কমিটিতে মোঃ শাহজাহান চৌধুরীকে সভাপতি এবং এ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বুধবার দুপুরে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
×