ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে বাসচাপায় স্কুলছাত্রী নিহত

প্রকাশিত: ০৪:১২, ১৫ সেপ্টেম্বর ২০১৭

বাগেরহাটে বাসচাপায় স্কুলছাত্রী নিহত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে সুমাইয়া আক্তার (১০) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে ধানসাগর ইউনিয়নের শরণখোলা-সাইনবোর্ড আঞ্চলিক মহাসড়কের গাজীর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া শরণখোলা উপজেলার ছোট নলবুনিয়া গ্রামের আউয়াল তালুকদারের মেয়ে এবং নলবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। সুমাইয়া পরীক্ষা দেয়ার উদ্দেশ্যে স্থানীয় আমড়াগাছিয়া কেন্দ্রে যাচ্ছিল। পথিমধ্যে তাফালবাড়ি থেকে ছেড়ে আসা মোরেলগঞ্জগামী যাত্রীবাহী একটি বাস রাস্তায় সুমাইয়াকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তাৎক্ষণিক তার মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ এলাকাবাসী রাস্তায় গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেয়। নোয়াখালীতে তিন যাত্রী নিজস্ব সংবাদদাতা নোয়াখালী থেকে জানান, সেনবাগ উপজেলায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত ও আহত হয়েছে ৩৫ জন। বৃহস্পতিবার সকালে উপজেলার সেবারহাট বাজারের পশ্চিমে ফেনী-নোয়াখালী মহাসড়কে বাস দুটি ছিটকে খালে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছেনÑ লক্ষ্মীপুর জেলার জসিম উদ্দিন (২৫) ও ময়মনসিংহের আতিকুজ্জামান (২৮)। অপর নিহত জনের নাম জানা যায়নি। আহতদের নোয়াখালী ও ফেনীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সাতক্ষীরায় যুবকসহ দুজন স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা-যশোর মহাসড়কের তুজুলপুর বাজারে ট্রাকচাপায় আলাউদ্দীন (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হন। তিনি সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের তুজুলপুর গ্রামের বাসিন্দা। রাস্তা পারাপারের সময় তিনি ট্রাকচাপা পড়েন। অন্যদিকে ভোমরা-সাতক্ষীরা মহাসড়কের নবাতকাটি এলাকায় ট্রাকের চাপায় নাসিরুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার দৌলতপুর গ্রামের রুপচাঁদ আলীর ছেলে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নাসিরুল ইসলাম একটি ভ্যানে করে ফ্রেশ পানি নিয়ে ভোমরার উদ্দেশে যাওয়ার পথে নবাতকাটি এলাকায় একটি ট্রাক ওই ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পুলিশ ট্রাক ও চালককে আটক করেছে। ভালুকায় মহিলা নিজস্ব সংবাদদাতা ভালুকা, ময়মনসিংহ থেকে জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা পৌর সদরের প্রশিকা মোড় নামক স্থানে বুধবার রাত ১২টার দিকে ট্রাক উল্টে এক মহিলা নিহত হয়েছেন। জানা যায়, ঘটনার সময় ঢাকাগামী ট্রাক ওই স্থানে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের যাত্রী শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পশ্চিম কলশপাড়া গ্রামের জমসেদ আলীর স্ত্রী সুন্দরী বেগম (৫০) মারা যান। এ সময় ছয় যাত্রী আহত হন। সবাই শেরপুর থেকে ট্রাকে করে ঢাকায় যাচ্ছিলেন। মাগুরায় হেলপার নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, বৃহস্পতিবার সকালে মাগুরা-যশোর সড়কের মাগুরা জেলার শালিখা উপজেলার রামকান্তপুরে বাসচাপায় ইসমাইল হোসেন (৩৫) নামে কাভার্ডভ্যান হেলপার নিহত হয়েছেন। নিহত ইসমাইল হোসেন যশোর জেলার শার্শা উপজেলার গাগজপুকুর গ্রামের চান মিয়ার ছেলে। জানা যায়, মাগুরা-যশোর ভায়া আড়পাড়া সড়কের মাগুরার শালিখা উপজেলার রামকান্তপুরে ঢাকা থেকে যশোরগামী একটি কাভার্ডভ্যানের চাকা নষ্ট হয়ে গেলে হেলপার ইসমাইল সেটি বদলানোর সময় একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে নিহত হন। বাসটি আটক হলেও চালক পালিয়ে গেছে।
×