ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

যশোরে আইনজীবী-যৌনকর্মী পাল্টাপাল্টি মারপিটের অভিযোগ

প্রকাশিত: ০৪:১৪, ৬ আগস্ট ২০১৭

 যশোরে আইনজীবী-যৌনকর্মী পাল্টাপাল্টি মারপিটের অভিযোগ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ আমির হোসেন নামে যশোরের এক আইনজীবী এবং পতিতাপল্লীর সর্দারনী নুরুন্নাহার রানুর মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। দুই পক্ষের কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন। রানুর অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে আইনজীবী আমির ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। বাবুবাজার পতিতালয়ের যৌনকর্মী রানু বলছেন, আমির এখন তাকে বিয়েও করছেন না, টাকাও ফেরত দিচ্ছেন না। সদর উপজেলার ডহেরপাড়া গ্রামের সাব্বির মিয়ার ছেলে আমির পাল্টা অভিযোগ করছেন রানুর বিরুদ্ধে। তার অভিযোগ, টাকা নিয়েছেন রানু, হামলা করেছেন দলবল নিয়ে। নুরুন্নাহার রানু অভিযোগ করেন, ওই আইনজীবী শহরে তার খালধার রোডের বাড়িতে ভাড়া থাকতেন। ২-৩ মাস আগে ওই বাসা ছেড়ে তিনি শহরের ঘোপ এলাকার ভাই-ভাবির কাছে একটি কক্ষ ভাড়া নিয়ে থাকেন। তার ভাই-ভাবি ওই এলাকার খসরু মিয়ার ভাড়াটিয়া। ভাড়া বাড়িতে থাকাকালে তার অঢেল সম্পত্তি দেখে ওই আইনজীবী রানুকে বিয়ের প্রস্তাব দেন। দুইজনের মধ্যে কথাবার্তার মাঝে তার কাছ থেকে বিভিন্ন সময় ৩০ লাখ টাকা হাতিয়ে নেন আইনজীবী আমির হোসেন। দীর্ঘদিন পার হলেও তাকে বিয়ে করতে নানা টালবাহানা করতে থাকেন। রানু বুঝতে পেরে তার কাছে ৩০ লাখ ফেরত চান। এক পর্যায়ে টাকা ফেরত দেয়ার কথা বলে শুক্রবার সন্ধ্যার দিকে আমিরের ঘোপের ভাড়া বাসায় রানুকে ডেকে নেন। সরল বিশ্বাসে সেখানে গেলে আমির নিজে এবং তার কয়েকজন সহযোগী রানুকে মারপিট করে। পরে সেখান থেকে ফিরে আহত অবস্থায় রান জেনারেল হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি মহিলা ওয়ার্ডের ৫৪ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। তবে রানুকে মারপিটের কথা অস্বীকার করেন এ্যাডভোকেট আমির হোসেন। তার ভাষ্য, ‘রানুকে মারপিট করা হয়নি। উল্টো আমার ভাইপোকে মারপিট করেছে রানু। আমার কাছ থেকে ধার নেয়া টাকা সে বাড়ি না করে সুদে খাটিয়েছে। টাকা ফেরত না দিতে পেরে বাবুবাজারের একটি জমি লিখে দেয়ার কথা ছিল। কিন্তু তা লিখে না দেয়ায় তার বাড়ি ছেড়ে চলে আসি। এই নিয়ে তার সঙ্গে বিরোধ। শুক্রবার দুপুরে রানু কয়েক যুবককে সঙ্গে নিয়ে আমার ভাইয়ের ভাড়াবাড়িতে চড়াও হয়। সে আমার ভাইপো রাব্বিকে মারপিট করেছে। আমার ভাবিও আহত হয়েছে। তাদের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি থানায় একটি লিখিত অভিযোগও দিয়েছি।’
×