ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

তিনদিনের স্মার্টফোন ও;###;ট্যাবমেলা শেষ আজ

আট হাজার টাকায় মিনি ল্যাপটপ, ২ হাজারে স্মার্টফোন

প্রকাশিত: ০৭:১০, ৫ আগস্ট ২০১৭

আট হাজার টাকায় মিনি ল্যাপটপ, ২ হাজারে স্মার্টফোন

এমদাদুল হক তুহিন ॥ স্বদেশ মিনি ল্যাপটপ। দেখতে অনেকটা ট্যাবের মতো। তবে পুরোপুরি ট্যাব নয়। বিশেষ এই মিনি ল্যাপটপটি প্রদর্শিত হচ্ছে বিজয়ের স্টলে। কেনা যাচ্ছে মাত্র ৮ হাজার টাকায়। আর স্যামসাংয়ের স্টলে ২ হাজার টাকায় মিলছে স্মার্টফোন। বাজারে দাম ৬ হাজার টাকা হলেও মেলা উপলক্ষে এই বিশেষ ছাড়। দেশীয় প্রতিষ্ঠান উই মোবাইলে একটির সঙ্গে আরেকটি ফ্রি। মেলা ঘুরে দেখা গেল প্রায় প্রতিটি স্টলেই ছাড়ের ছড়াছড়ি। রয়েছে সর্বশেষ প্রযুক্তিও। সবমিলিয়ে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। ভিড় এতোটাই বেশি যে স্টলের সামনে দাঁড়ানোও কষ্টসাধ্য। মেলায় প্রবেশ ছাড়াও বিক্রয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলতেও যেন ‘প্রায় লাইন ধরতে’ হচ্ছে! সর্বশেষ আসা প্রযুক্তিপণ্য বিক্রিও হচ্ছে হারহামেশায়। হাতে করে নতুন কোন স্মার্টফোন বা ট্যাব নিয়ে ফিরছে কেউ কেউ। টেকশহর ডটকম স্মার্টফোন ও ট্যাব মেলায় শুক্রবার বিকেলের দৃশ্য এটি। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত তিনদিনের এই মেলা শেষ হবে আজ। শুক্রবার বিকেলে মেলা ঘুরে দেখা গেছে, প্রতিটি স্টলে প্রযুক্তিপ্রেমীদের উপচেপড়া ভিড়। নতুন সব মডেলের সঙ্গে পরিচিত হচ্ছেন তারা। জেনে নিচ্ছেন প্রযুক্তির সর্বশেষ অগ্রগতি। কেউ কেউ মেতে উঠেছে প্রিয় মুহূর্ত সেলফি বন্দীতে। তারা মেতেছে স্টলের সামনে দাঁড়িয়ে, কথা বলার ফাঁকে ও বিআইসিসির আঙ্গিনাতেও। তবে এ প্রতিযোগিতায় যেন মেয়েরাই এগিয়ে। এদিকে সনির স্টলে দেখা গেল সর্বাধুনিক প্রযুক্তির সাউন্ড বক্স। দায়িত্বে থাকা জুবায়ের জনকণ্ঠকে বলেন, সর্বশেষ প্রযুক্তির এ সাউন্ড বক্সগুলো সফটওয়্যার দ্বারা পরিচালিত। রয়েছে একইসঙ্গে ১০টি ডিভাইস সংযুক্ত করার বিশেষ সুবিধা। এতে সংযুক্ত রয়েছে এনএফসি প্রযুক্তি যা অনেকটা ব্লু টুথের মতো। অর্থাৎ কোন তারের সংযোগ ছাড়াই গান শোনা যাবে, সাউন্ড বক্স নিয়ন্ত্রণ করা যাবে। সাউন্ড কোয়ালির ক্ষেত্রে এতে এক্সট্রা বেইজ রয়েছে যা দেশে প্রথম। এখানে ৭ থেকে ২০ হাজার টাকায় পাওয়া যাবে বিভিন্ন মডেলের সাউন্ড বক্স। আর সনি মোবাইলের সর্বশেষ প্রযুক্তি প্রসঙ্গে দায়িত্বে থাকা জুয়েল জনকণ্ঠকে বলেন, এক্স জেড প্রিমিয়াম হ্যান্ডসেটের ক্ষেত্রে সুপার স্লোয়ার ক্যামেরা রয়েছে। এতে ছবি প্রাকৃতিক ও অত্যন্ত স্বচ্ছ হবে। এছাড়া বোথ সাইড গেরিলা গ্লাস আমরাই প্রথম এনেছি। কোন কারণে হাত থেকে হ্যান্ডসেট পড়ে গেলেও এতে তেমন কোন ক্ষতি হবে না। বিজয়ের স্টলে দেখা গেল সফটওয়্যার ছাড়াও রয়েছে স্বদেশ নামের মিনি ল্যাপটপ যা দেখতে অনেকটা ট্যাবের মতো। ট্যাব ও মিনি ল্যাপটপের পার্থক্য ব্যাখ্যা করে দায়িত্বে থাকা সায়মন জনকণ্ঠকে বলেন, ট্যাবে সাধারণত এন্ড্রয়েড প্রযুক্তি ব্যবহার করা হলেও স্বদেশ মিনি ল্যাপটপে ইউন্ডোজ ১০ ইনস্টল করা আছে। ফলে এটি ল্যাপটপের মতোই কাজ করবে। কথা বলে জানা গেছে এই মিনি ল্যাপটপের দাম পড়ছে মাত্র ৮ হাজার টাকা। ওয়াই মাক্স মোবাইলের স্টলে ট্যাব বিক্রি হচ্ছে ৪ হাজার ৯৫০ টাকায়। টিএক্স-১০ নামের মডেলটিতে ১ জিবি র‌্যাব ও ৮ জিবি রম রয়েছে। ৭ ইঞ্জি ডিসপ্লের এই ট্যাবে ৫ ও ২ এমপি ক্যামেরা রয়েছে। আর ব্যাটারি ৩ হাজার এম্পিয়ার। দায়িত্বে থাকা মেহেদি হাসান জানান, তাদের স্টলে ২টি মডেলের ট্যাব রয়েছে। আর তুলনামূলকভাবে তারাই কম দামে ট্যাব বিক্রি করবে। পার্শ্ববর্তী লেনেভোর স্টলে ৫টি মডেলের ট্যাব শোভা পাচ্ছে। এখানে সাড়ে ৫ হাজার থেকে শুরু হয়ে ২০ হাজার টাকায় বিভিন্ন মডেলের ট্যাব মিলবে। দায়িত্বে থাকা আফরিন জানান, বাজারে পাঁচের অধিক মডেল থাকলেও মেলায় ৫ মডেলের ট্যাবই প্রদর্শিত হচ্ছে। এছাড়া অপ্পো এল এফ৩, এফ৩ প্লাস এবং এ৫৭ ফোনের সঙ্গে থাকছে নিশ্চিত উপহার। একইসঙ্গে এখানে মিলছে লটারির মাধ্যমে আকর্ষণীয় সব গিফট। দর্শনার্থীদের জন্য মাত্র ২ হাজার টাকায় স্মার্টফোন দিচ্ছে স্যামসাং। মেলা উপলক্ষে ৬ হাজার টাকা মূল্যের গ্যালাক্সি স্টার প্রো মডেলের হ্যান্ডসেটে দেয়া হচ্ছে এই বিশেষ ছাড়। এই ফোনটিতে রয়েছে ৪ ইঞ্চি টিএফটি ডিসপ্লে, ৫১২ মেগাবাইট র‌্যাম, ৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। মেলায় অংশ নেয়া বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে চীনা মোবাইল ব্র্যান্ড শাওমি এনেছে বেশ কয়েকটি এ্যাক্সেসরিজ। এরমধ্যে কয়েকটি রেঞ্জের পাওয়ার ব্যাংক, হেডফোন, মিনি পোর্টেবল স্পিকার, রিস্ট ব্র্যান্ড, এমআই রাউটার, ভিআরসেটের মতো পণ্য। এসব পণ্যে একটা নির্দিষ্ট পরিমাণ ছাড় দিচ্ছে শাওমি। এছাড়া মেলায় ডিটেলে পাওয়ার ব্যাংক, চার্জার, ইউএসবি ক্যাবল, ফার্স্ট চার্জিং ক্যাবল, রাউটারসহ বেশ কয়েক ধরনের এ্যাক্সেসরিজে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দেয়া হচ্ছে। মেলায় যত অসঙ্গতি অনলাইনে কেনাকাটার প্রতিষ্ঠান আজকের ডিল। মেলায় রয়েছে এর স্টলও। এখানেও প্রযুক্তির নানা পণ্য বিক্রি হচ্ছে হরদম। তবে ই-কমার্স বা অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠানের সরাসরি কেনাবেচায় অংশ নেয়ার কথা নয়। নিয়ম ভেঙ্গে কেন এই বেচাকেনা এর কোন সদুত্তর দেয়নি দায়িত্বে থাকা কর্তারা। দর্শনার্থীদের দাবি, আদতে স্মার্ট ফোন ও ট্যাব মেলা হলেও এখানে কেবলই মোবাইলের আধিপত্য। ট্যাব লক্ষ্য করা যায়নি একেবারেই। আবার কর্তারা ৫টি স্টলের কথা বললেও সেখানেও ওই প্রতিষ্ঠানগুলোর সব মডেলও ঠাঁই পায়নি। এ প্রসঙ্গে মেলার কো-অর্ডিনেটর নাহিদ এইচ সিদ্দিকী জনকণ্ঠকে বলেন, এবারের মেলায় ৯টি প্যাভিলিয়ন ও ১২টি স্টল রয়েছে। আর পাঁচটি স্টলে ট্যাব প্রদর্শিত হচ্ছে। মেলায় ট্যাবের অপ্রতুলতা প্রসঙ্গে তিনি জানান, দিন দিন ট্যাবের মার্কেট কমে যাচ্ছে। বাড়ছে স্মার্টফোনের বাজার। অপ্রতুলতার কারণ মূলত এটিই।
×