ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কাঁঠালবাড়িতে পারাপারের অপেক্ষায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাক

পদ্মায় তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত

প্রকাশিত: ০৪:১৫, ২৩ জুলাই ২০১৭

পদ্মায় তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২২ জুলাই ॥ পদ্মায় তীব্র স্রোতের কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচলে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। গত এক সপ্তাহ ধরে তীব্র স্রোতের কারণে ১৯ ফেরির মধ্যে এখন নিয়মিত চলাচল করছে ১১ ফেরি। ফেরি স্বল্পতার কারণে পারাপারের অপেক্ষায় ঘাটের টার্মিনালসহ সড়কে আটকে আছে ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক। এতে দুর্ভোগে পড়েছে দক্ষিণাঞ্চলের ২১ জেলার হাজার হাজার যাত্রী। নষ্ট হয়ে যাচ্ছে কাঁচামাল। ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। জানা গেছে, পদ্মা নদীতে তীব্র ঘূর্ণি স্রোতের কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে চলাচলকারী ফেরিগুলোকে দ্বিগুণের সময় নিয়ে চলাচল করছে। এছাড়া স্রোতের তীব্রতায় ক্যামেলিয়া, কুসুমকলি, চামেলি, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের ৪ ফেরির ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ঘাট এলাকায় অলস পড়ে রয়েছে। যাত্রীবাহী বাসকে প্রাধান্য দিয়ে পদ্মা পারাপার করায় ঘাট এলাকায় আটকে আছে প্রায় ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক ও ছোটবড় যানবাহন। অন্যদিকে পদ্মায় স্রোতের সঙ্গে বয়ে আসা পলি জমে এই নৌপথের লোহজং টার্নিং পয়েন্ট ক্রমশ ভরাট হতে থাকায় চ্যানেল মুখের প্রশস্ততা কমে গিয়ে সরু হয়ে পড়ছে। একই অবস্থা কাঁঠালবাড়ি চ্যানেল, হাজরা চ্যানেল ও কবুতরখোলা চ্যানেলগুলোর। ফলে প্রায়ই চ্যানেল মুখে আটকে যাচ্ছে লোড করা ফেরিগু। কর্তৃপক্ষ বিকল্প চ্যানেল দিয়ে ফেরি চলাচল স্বাভাবিক রাখছে। তবে এই বিকল্প চ্যানেল দিয়ে ফেরি চলাচলে স্বাভাবিক সময়ের চেয়ে ১ থেকে দেড় ঘণ্টা সময় বেশি লাগছে। এতে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অপরদিকে ঘাটে খাদ্য, পয়ঃনিষ্কাসনসহ নানা সমস্যার মুখে পড়েছেন আটকে পড়া ৩ শতাধিক পরিবহন শ্রমিকরা। গত দুই দিন ধরে রো-রো ফেরিসহ ৮ ফেরি বিকল থাকায় এ সঙ্কট আরও প্রকট আকার ধারণ করেছে। ফেরি চলাচলে দীর্ঘ সময় ব্যয় হওয়ায় এবং বৈরি আবহাওয়ার মধ্যেও সাধারণ যাত্রীদের লঞ্চ ও স্পিডবোটে উত্তাল পদ্মা পার হতে হচ্ছে। আর এ সকল নৌযানে জীবন রক্ষাকারী সরঞ্জাম পর্যাপ্ত নেই বলেও অভিযোগ পাওয়া যাচ্ছে। পারাপারের অপেক্ষায় ঘাটে আটকে থাকা ট্রাকের চালক আনিস জানান, গত পাঁচ দিন ধরে কাঁঠালবাড়ি ঘাটে আটকে আছেন তিনি। খাদ্যের যোগান দিতে ফুরিয়ে যাচ্ছে পকেটের টাকাও। আর রয়েছে পয়ঃনিষ্কাষনের সমস্যা। কাঁঠালবাড়ি ফেরিঘাটের সহকারী ম্যানেজার মোস্তফা কামাল বলেন, দিনের বেলায় কয়েকটি ফেরি ঝুঁকি নিয়ে চলাচল করলেও রাতে তাও চলাচল করতে পারছে না। এছাড়া ৪ রো-রো ফেরি বিকল এবং ৪ ডাম্ব ফেরি স্রোতের কারণে ঘাট এলাকায় নোঙ্গর করে রাখা হয়েছে। ফেরি স্বল্পতা আর স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
×