ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সাগরে ৬৫ দিন শিকার বন্ধ রাখলে সারা বছর মাছ পাওয়া যাবে ॥ প্রাণিসম্পদ মন্ত্রী

প্রকাশিত: ০৬:৩৮, ১২ জুলাই ২০১৭

সাগরে ৬৫ দিন শিকার বন্ধ রাখলে সারা বছর মাছ পাওয়া যাবে ॥ প্রাণিসম্পদ মন্ত্রী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বছরে ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ রাখলে মৎস্য ও চিংড়ির প্রজনন প্রক্রিয়া নিরাপদ এবং নিশ্চিত হবে। সারাবছর মাছ পাওয়া যাবে। দেশের স্বার্থে মৎস্য রক্ষা এবং সংরক্ষণ করা সকলেরই দায়িত্ব। মঙ্গলবার চট্টগ্রামে সামুদ্রিক মৎস্য দফতর, মৎস্য অধিদফতর এবং প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক। মন্ত্রণালয়ের সচিব মাকসুদুল হাসান খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। আরও বক্তব্য রাখেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ রুহুল আমিন, জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী, নৌবাহিনীর ফ্লিট কমান্ডার রিয়ার এ্যাডমিরাল এম আশরাফুল হক, কোস্টগার্ডের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শহীদুল্লাহ প্রমুখ। চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, জেলেরা দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছে। সাগর থেকে মৎস্য আহরণ করে তারা মাছের যোগান এবং রফতানিতে ভূমিকা পালন করছে। তাই তাদের স্বার্থগুলোও আমাদের আন্তরিকতার সঙ্গে দেখতে হবে। কেরানীগঞ্জে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ঢাকা, ১১ জুলাই ॥ কেরানীগঞ্জের আব্দুল্লাপুর ভাওয়ার ভিটি এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে ব্যবসায়ী আব্দুল হালিম হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় এ কর্মসূচীতে দড়িগাঁও, ভাওয়ার ভিটি, আব্দুল্লাপুর এলাকার শত শত মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি আব্দুল্লাপুর বাসস্ট্যান্ড থেকে শুরু করে বেড়িবাঁধে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন বাস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশকর আলী, আওয়ামী লীগ নেতা হাজী সালাহ উদ্দিন, জাকির হোসেন. কালু মেম্বার, নিহতের স্ত্রী রোজিনা বেগম, মা জয়নব বেগম, ছেলে রায়হান রাতুল প্রমুখ। চাচাত বোন লাবনীকে যৌন হয়রানি করার প্রতিবাদ করায় গত ৩০ জুন দড়িগাঁও বেড়িবাঁধ এলাকায় একটি মসজিদে মাগরিবের নামাজ পড়ে বের হবার সময় দুর্বৃত্তরা আব্দুল হালিমকে কুপিয়ে গুরুতরভাবে আহত করে।
×