ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে নিহত তিন

প্রকাশিত: ০৬:৩৫, ১৯ জুন ২০১৭

মাদারীপুরে নিহত তিন

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৮ জুন ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার কামালদি এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে ৩ জন। দুর্ঘটনায় ১৫ জন আহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর প্রায় দুই ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে উভয় পাশে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। রাজৈর থানা-পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিআরটিসির যাত্রীবাহী বাস রাজৈর উপজেলার কামালদি এলাকায় বিপরীত দিক থেকে আসা আমবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি পরিবহনই দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে রাজৈর হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যায়। আহতদের রাজৈর ও মাদারীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলোÑ বগুড়ার সারিয়াকান্দি এলাকার স্বপন কুমার ঘোষের ছেলে শুভ ঘোষ (২২) ও বরিশালের গৌনদীর মহিউদ্দিন খানের ছেলে সাইদুর রহমান খান (৪০)। অপর জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সিরাজগঞ্জে সাংস্কৃতিক কর্মীসহ তিন স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ থেকে জানান, বঙ্গবন্ধু সেতুর ওপর তিনটি ট্রাক ও একটি পিকঅ্যাপ ভ্যানের সংর্ঘষে দুইজন নিহত হয়েছে। এতে আরও দুইজন আহত হয়েছে। অন্যদিকে রায়গঞ্জ থানায় বাসচাপায় সাইদুর রহমান (৪০) নামে সাংস্কৃতিককর্মী চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে মারা গেছেন। শনিবার রাত ৯টায় বঙ্গবন্ধু সেতু ১৩নং পিলারে এলাকায় ও দুপুরে রায়গঞ্জের ষোলমাইল এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেনÑ ট্রাক হেলপার বগুড়া জেলার তিংগাসপুর গ্রামের রাজু সেখের ছেলে মিরু (৩০) এবং সাতরাস্তা এলাকার হাফিজুর রহমানের ছেলে শুকুর আলী (২৬)। অপরজন উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া রানীনগর গ্রামের সাইদুর রহমান। তিনি সাংস্কৃতিককর্মী ছাড়াও স্থানীয় অনলাইন পত্রিকার সাংবাদিক। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আবু দাউদ জানান, উত্তরবঙ্গ থেকে মুরগিবোঝাই ট্রাক ঢাকা যাচ্ছিল। শনিবার রাত ৯টার দিকে বঙ্গবন্ধু সেতুর ১৩নং পিলারের কাছে পেছন থেকে দুইটি ট্রাক ও একটি পিকঅ্যাপ ভ্যান মুরগিবোঝাই ট্রাকটিকে ধাক্কা দেয়। শনিবার দুপুরে মোটরসাইকেলে সাইদুর চান্দাইকোনা থেকে বাড়ি ফিরছিলেন। ষোলমাইল এলাকায় দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। রবিবার দুপুরে সে মারা যায়। গাজীপুরে যাত্রী স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, রবিবার বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত এবং নারীসহ অপর চার যাত্রী আহত হয়েছে। আনুমানিক ৩৫ বছর বয়সের নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। হতাহতরা সবাই অটোরিক্সার যাত্রী। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিমুলতলী যাচ্ছিল কালিয়াকৈর পরিবহনের (কেপি) যাত্রীবাহী বাস। রবিবার দুপুরে বাসটি ঢাকা-শিমুলতলী সড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের বিলাশপুর বটতলা এলাকার তিতাস গ্যাসের মূল ফটকের সামনে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সার এক যাত্রী ঘটনাস্থলেই নিহত এবং অপর চার যাত্রী আহত হয়। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহত ফেরদৌসি, মোঃ জাহিদ, হালিম ও রোজিনাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সিলেটে মাইক্রোচালক স্টাফ রিপোর্টার সিলেট অফিস থেকে জানান, তামাবিল মহাসড়কে বাঘের সড়কে ট্রাক-মাইক্রোর সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। শনিবার রাত সাড়ে ১২টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় মাইক্রোর চালক আব্দুস ছালাম (৩০) নিহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মাইক্রোচালক আব্দুস ছালাম সিলেট শহরের খালেরপাড়স্থ কারি আব্দুল মতিনের ছেলে। নাটোরে ট্যাংকলরি চালক নিজস্ব সংবাদদাতা নাটোর থেকে জানান, বড়াইগ্রামের বনপাড়ায় ট্রাকের ধাক্কায় জ্বালানি তেলবাহী ট্যাংকলরির চালক আমজাদ আলী নিহত হয়েছেন। রবিবার সকালে কালিকাপুর ফজলিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমজাদ আলী কুষ্টিয়ার কাঁটাজোলা গ্রামের মৃত আনছার আলী শেখের ছেলে। বর্তমানে দুর্ঘটনাকবলিত তেলবাহী ট্যাংকলরিটি পুলিশ হেফাজতে রয়েছে। বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক লিটন সাহা জানান, সকালে কুষ্টিয়াগামী যমুনা অয়েল লিমিটেডের জ্বালানি তেলবাহী ট্যাংকলরি বড়াইগ্রামের বনপাড়ার কালিকাপুর ফজলিতলা এলাকায় এলে লরির পেছনের চাকায় সমস্যা দেখা দেয়। চালক আমজাদ লরি থেকে নেমে পেছনের চাকা পরীক্ষা করছিলেন। এ সময় নাটোরমুখী ট্রাক দাঁড়িয়ে থাকা ওই লরিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আমজার আলী নিহত হন। পটিয়ায় আরোহী নিজস্ব সংবাদদাতা পটিয়া থেকে জানান, চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের মুজাফরাবাদ এলাকায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম আরাফাত হোসেন সায়েম (২০)। তিনি চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মুরাদাবাদ গ্রামের জাফর চেয়ারম্যান বাড়ির মাহবুবুল আলমের একমাত্র জেলা। রবিবার বেলা ১২টায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ফাহাদ ও সাকিব। আহত দুইজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, রবিবার বেলা ১২টায় সায়েম তার দুই বন্ধু মিলে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বেড়াতে বের হয়। তাদের মোটরসাইকেলটি মুজাফরাবাদ এলাকায় কক্সবাজারমুখী বিআরটিসি বাস চাপা দিলে ঘটনাস্থলে সায়েম মারা যায়।
×