ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ভাঙবে না স্মার্টফোন

প্রকাশিত: ০৫:৫০, ৬ জুন ২০১৭

ভাঙবে না স্মার্টফোন

সামান্য অসতর্কতাতেই ভেঙ্গে চুরমার হয় সাধের স্মার্টফোন। খরচ করে ফোন কেনার পরে যদি তা না টেকে তখন সত্যিই মেজাজ বিগড়ে যায়। আসলে সিলিকনের মতো ভঙ্গুর উপাদানে তৈরি বলেই এ ভাবে ক্ষতিগ্রস্ত হয় স্ক্রিন। কিন্তু এক দল গবেষকের দাবি, এমন একটি উপাদান তারা তৈরি করতে সক্ষম হয়েছেন যা দিয়ে স্মার্টফোন তৈরি করলে সেটি অনেক মজবুত হবে। ব্রিটেনের কুইন্স ইউনিভার্সিটির গবেষকরা দাবি করেছেন, তারা এমন এক উপাদান আবিষ্কার করেছেন যেটি দিয়ে স্মার্টফোন তৈরি করলে সেটা সহজে ভেঙ্গে বে না। শুধু তাই নয়, এতে ফোনের দামও কমানো সম্ভব হবে। বাড়বে ব্যাটারি লাইফও। গবেষক দলের মুখপাত্র এলটন স্যান্টোস জানিয়েছেন, এই উপাদানের চরিত্র অনেকটাই সিলিকনের মতো। কিন্তু সিলিকনের থেকে এই রাসায়নিক যৌগ অনেক বেশি মজবুত ও নমনীয়। ফলে সহজে ভাঙবে না।-ওয়েবসাইট অবলম্বনে।
×