ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ১৪ দফা দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৫:৫৪, ২৫ মে ২০১৭

রাজশাহীতে ১৪ দফা দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রোজার মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুত নিশ্চিত ও নিত্য পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। বুধবার সকালে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন ও সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রোজার মাসে সকল খাদ্যদ্রব্য ভেজালমুক্ত রাখতে হবে। অবিলম্বে বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত গঠন করে রোজার আগে থেকেই অভিযান পরিচালনার দাবি জানানো হয়। একই সমাবেশ থেকে আগামী জাতীয় বাজেটে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ ব্যবস্থা চালুসহ ১৪ দফা দাবি তুলে ধরা হয়। মানববন্ধন ও সমাবেশে রাজশাহীর বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে বক্তারা প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রোজা শুরুর আগেই নিত্য পণ্যের বাজার অস্থিতিশীল করার পায়তারা শুরু হয়েছে। চাল, ডাল, ছোলা, মাছ, মাংস ও ইফতার সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিযোগিতা শুরু হয়েছে। বাজার সিন্ডিকেট গোষ্ঠী ভেজাল খাদ্য তৈরির অশুভ কারসাজি শুরু করেছে। রোজা শুরুর আগেই বিদ্যুতের ভেল্কিবাজি শুরু হয়েছে। চাঁদাবাজ ও সন্ত্রাসীরা বিভিন্নভাবে ফের তৎপরতা শুরু করেছে। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, সাংগাঠনিক সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, রাজশাহী চেম্বারের সাবেক সভাপতি আবু বকর আলী, প্রবীণ সাংবাদিক প্রশান্ত শাহা, কবি আশফাকুল আশেকিন, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি হারুনার রশিদ, এ্যাডভোকেট এন্তাজুল হক বাবু, মহিলা পরিষদ রাজশাহীর সভাপতি কল্পনা রায়, নারী নেত্রী সেলিনা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।
×