ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বরিশালে বেপরোয়া ইয়াবা কারবারি রাজিব

প্রকাশিত: ০৫:২৪, ২২ মে ২০১৭

বরিশালে বেপরোয়া ইয়াবা কারবারি  রাজিব

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মিয়ানমার থেকে নদীপথে ইয়াবার কারবারি নদী বেষ্টিত মুলাদী উপজেলার ছবিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামের রাজিব ও তার সহযোগীরা রয়ে গেছে প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে। ফলে হাত বাড়ালেই ওই এলাকায় মিলছে মরণ নেশা ইয়াবাসহ অন্য মাদকদ্রব্য। অভিযোগ রয়েছে স্থানীয় পুলিশ ফাঁড়ির কতিপয় অসাধু অফিসারকে মাসোয়ারা দিয়েই রাজিব ও তার সহযোগীরা প্রকাশ্যে ইয়াবার রমরমা কারবার করে আসছে। ফলে গত কয়েক বছরে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে রাজিব। ইতোমধ্যে ঢাকার নবীনগর ও গাজীপুরে দুটি বিলাসবহুল বাড়ির মালিক হয়েছে রাজিব। সূত্র মতে, বিভিন্ন নারী সদস্যদের দিয়ে কৌশলে রাজিব জেলার বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছে। স্থানীয়রা রাজিব ও তার সহযোগীদের গ্রেফতারের জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। সূত্রে জানা গেছে, চরমালিয়া গ্রামের মালেক সরদারের পুত্র রাজিব দীর্ঘদিন থেকে মিয়ানমার থেকে সরাসরি নদীপথে ইয়াবা তার সহযোগীদের মাধ্যমে নদী বেষ্টিত এলাকায় পাইকারি বিক্রি করে আসছে। তার এ কেনাবেচার সঙ্গে জড়িত রয়েছে সহোদর রাহাত, ভাতিজা সোহেল সরদার, বোন মিনারা, মুক্তা বেগম ও তার জামাতা রিপনসহ এলাকার কতিপয় যুবক-যুবতী। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, রাজিবের বোন জামাতা রিপনের মাধ্যমে গত চার বছর পূর্বে সরাসরি মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা আমদানি করা হয়। প্রথমে পরিবারের সদস্যদের মাধ্যমে নদী বেষ্টিত এলাকায় এসব ইয়াবা পাইকারি বিক্রি করা হলেও বর্তমানে জেলার বিভিন্ন এলাকায় বিক্রির জন্য কতিপয় যুবক-যুবতীদের ব্যবহার করা হচ্ছে। ফলে এক সময়ের জিরো রাজিব রাতারাতি হিরো বনে গেছেন। এছাড়া স্থানীয় পুলিশ ফাঁড়ির কতিপয় অফিসারকে মাসোয়ারা দিয়েই রাজিব প্রকাশ্যে অবৈধ মাদক বিক্রি করে যাচ্ছে।
×