ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে কর্মীদের ধাওয়া খেয়ে পালালেন সাবেক চীফ হুইপ

প্রকাশিত: ০৫:৩৯, ১০ মে ২০১৭

জয়পুরহাটে কর্মীদের ধাওয়া খেয়ে পালালেন সাবেক চীফ হুইপ

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ৯ মে ॥ বিএনপির দুটি বিবদমান গ্রুপের মারামারিতে প- হয়ে গেছে কর্মিসভা। সভার প্রধান অতিথি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক চীফ হুইপ জয়নাল আবদীন ফারুক কর্মীদের ধাওয়া খেয়ে পালিয়ে যান। এদিকে দুটি গ্রুপের সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছে। এদের মধে দুজনকে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াদ মোঃ জিয়াউদ্দিন চৌধুরী সেকেন্দার ও জয়পুরহাট পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব আল রিয়াদ। মঙ্গলবার জয়পুরহাট জেলা পরিষদ মিলনায়তনে বেলা সাড়ে ১১ টায় জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধানের সভাপতিত্বে সভা শুরু হয়। সভার শুরুতেই পাঁচবিবি উপজেলা ছাত্রদলের সভাপতি আবু তাহের বক্তব্যের শুরুতে অভিযোগ করেনÑ জেলা বিএনপির কার্যালয়ে গত মার্চ মাসে যারা অগ্নিসংযোগ করেছিল তারাই আজ এ সভায় উপস্থিত। এ বক্তব্যের পর একদল কর্মী মঞ্চসহ সর্বত্র ভাংচুর শুরু করে। এর পর দুটি গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। এর বহির্প্রকাশ হিসেবে টাউন হলের বাইরে লাঠিসোটা ও হাঁসুয়া নিয়ে একে অপরের প্রতি ধাওয়া, পাল্টাধাওয়া হয়।
×