ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:২৮, ৭ মে ২০১৭

টুকরো খবর

অস্ত্রসহ তিন সন্ত্রাসী আটক স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৩ (র‌্যাব) এর অভিযানে ডোমার উপজেলায় তিন সন্ত্রাসী ও প্রতারক গ্রেফতার হয়েছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩ রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলিসহ দুইটি দেশীয় ওয়ান শ্যূটার গান, ২টি দেশীয় ধারালো অস্ত্র, ৩৫ বোতল ফেনসিডিল, অপরাধের কাজে ব্যবহৃত ১১টি মোবাইল ফোন, ১৯টি সিম কার্ড, ১টি সিপিইউ ও ২টি কালার মনিটর। শুক্রবার বিকেল হতে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এরা হলো- অনুপ কুমার সাহা (৩৫), আবুল কালাম আজাদ (৪৪) এবং সাইফুল ইসলাম। ব্রিজের কাজ শেষ না হওয়ায় প্রশ্ন নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৬ মে ॥ কুয়াকাটাগামী বিকল্প সড়কের কলাপাড়া-চাপলীর ১২২৪০তম মিটার থেকে ১৭৭৫০তম মিটার পর্যন্ত রক্ষণাবেক্ষণ কাজ দুই মাস আগে শেষ হয়েছে। কিন্তু মাঝখানে আমতলী খালের ওপর গার্ডার ব্রিজের ৫৫ মিটারের কাজ করা হয়নি। এ কাজটুকু দুই মাসেও না করায় কিংবা বাকি রাখায় জনমনে প্রশ্নের উদ্রেক হয়েছে। ৭৫ লক্ষাধিক টাকা ব্যয় বরাদ্দে ১২ মিলিমিটার পুরু সিলকোট করে সড়কটির পাঁচ হাজার ৫শ’ ১০ মিটার অংশের রক্ষণাবেক্ষণ করার চুক্তি রয়েছে। এ নিয়েও রয়েছে প্রশ্ন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) কলাপাড়ার তত্ত্বাবধানে কাজটি সম্পন্ন করা হয়েছে। জনমনে সন্দেহ, ব্রিজের উপরের অংশের কাজ না করেই ঠিকাদার সম্পূর্ণ বিল নিয়ে গেছে। তবে এলজিইডির উপজেলা প্রকৌশলী আঃ মান্নান জানান, সম্পূর্ণ কাজ শেষ করেই বিল প্রদান করা হবে। বাকি কাজ না করার বিষয়টি তাদের জানা রয়েছে। জিপিএ-৫ না পেয়ে আত্মহত্যা স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ এসএসসি পরীক্ষায় কাক্সিক্ষত ফল জিপিএ-৫ না পেয়ে আত্মহত্যা করেছে জয় নামের বিএল সরকারী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি পৌর এলাকার ধানবান্দি মহল্লায়। সে সিরাজগঞ্জের নার্সিং ইনস্টিটিউটের প্রশিক্ষক রেখা রানীর ছেলে। স্থানীয় সূত্র জানায়, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পেয়ে জয় পেয়েছে চার দশমিক সাত। এ কারণে রাগে ও ক্ষোভে শুক্রবার রাতে তার নিজ ঘরে ফাঁস নিয়ে আত্মহত্যা করে । শিবিরের ১০ সদস্য আটক স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ এয়ারপোর্ট থানাধীন ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) এর হোস্টেলে অভিযান চালিয়ে ইসলামী ছাত্রশিবিরের ১০ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইসলামী ম্যাগাজিন, পুস্তক, ডায়েরিসহ সরকারবিরোধী কার্ড ও স্টিকার উদ্ধার করা হয়। শুক্রবার রাতে অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০/১৫ শিবির কর্মী ঘটনাস্থল হতে পালিয়ে যায়। আটককৃত শিবির কর্মীদের হোস্টেলের কক্ষ তল্লাশি করে ইসলামী ছাত্রশিবিরের সংবিধান এবং ছাত্রশিবিরের সিলেট জেলা কমিটির লিস্ট, শিবির কর্মীদের রুটিন কার্ড ও ডায়েরি এবং বিভিন্ন নামের ২৫টি বিতর্কিত ম্যাগাজিনসহ বেশ কিছু ইসলামী বই পুস্তক জব্দ করা হয়। আটককৃত শিবিরকর্মীরা সরকারবিরোধী সভা করছিল বলে জানা যায়। আটককৃতরা হচ্ছে- ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ফিজিও থেরাপি ২য় বর্ষের শিক্ষার্থী নাজির আহমেদ মারুফ, একই বর্ষের নাহিদ মাহমুদ, ল্যাবরটরি মেডিসিন ৩য় বর্ষের ছাত্র জহুরুল ইসলাম, ল্যাবরেটরি মেডিসিন ২য় বর্ষের ছাত্র নুরনবী, রেডিওলজি ২য় বর্ষের ছাত্র ইউছুফ আলী, রেডিওলজি ৩য় বর্ষের ছাত্র শরিফুল ইসলাম, ফিজিও থেরাপি ২য় বর্ষের শিক্ষার্থী আব্দুল মমিন, ফিজিও থেরাপি ২য় বর্ষের শিক্ষার্থী মহরম হোসেন, ল্যাবরোটরি মেডিসিন ২য় বর্ষের ছাত্র মাহমুদুল হাসান ও ল্যাবরটরি মেডিসিন ৩য় বর্ষের ছাত্র আহনাফ মোসাদ্দির। সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৬ মে ॥ মধুপুরে সাপের কামড়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের নাম সজিব মিয়া (১২)। শুক্রবার রাতে ফুলবাকচালা ইউনিয়নের নওবইল গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের হারুন অর রশিদের ছেলে। হারুন অর রশিদ জানান, সন্ধ্যায় ঝড়ের পর তাদের বাড়ির বিদ্যুতের তার ছিঁড়ে গেলে সজিব সেটা লাগানোর জন্য জঙ্গলের ভেতর বিদ্যুতের খুঁটির কাছে যায়। এ সময় লুকিয়ে থাকা বিষধর সাপ সজিবকে কামড় দেয়। তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে রাতেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। অস্ত্রসহ মেসি আটক স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বোয়ালখালিতে অস্ত্র-গুলিসহ এক যুবককে আটক করেছে জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। যুবকের নাম মেসি। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চরণদ্বীপ এলাকা থেকে জনতা তাকে পাকড়াও করে। এ সময় সে দুটি এলজি ও গুলিসহ ঘোরাফেরা করছিল। পুলিশ জানায়, মেসিকে লোকজন সন্দেহের বশবর্তী হয়ে তল্লাশি চালিয়ে তার শরীরে লুকিয়ে রাখা গুলিসহ দুটি এলজি আটক করে। প্রাকৃতিক পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৬ মে ॥ ‘নদী ও হাওড় রক্ষা করি, সমৃদ্ধ ও সুন্দর এলাকা এবং দেশ গড়ি’ স্লোগানে কিশোরগঞ্জে নরসুন্দা নদীসহ হাওড়ের প্রাকৃতিক পরিবেশ ও দেশের অন্যান্য নদী রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। শনিবার দুপুরে শহরের আখড়াবাজার পরম চত্বরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও পরিবেশ রক্ষা মঞ্চ (পরম) এর আয়োজন করে। কর্মসূচীতে কিশোরগঞ্জের সুশাসনের জন্য নাগরিক, সনাক, টিআইবি, মহিলা পরিষদসহ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও নানা শ্রেণী-পেশার বিপুলসংখ্যক লোকজন অংশ নেয়। কর্মসূচীতে বক্তৃতা করেন বাপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডাঃ আঃ মতিন, যুগ্ম সম্পাদক বিধান চন্দ্র পাল, সাবেক সাধারণ সম্পাদক মফিদুল হক খান, পরমর আহ্বায়ক অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী প্রমুখ। দুই বখাটের কারাদ- স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ স্কুলছাত্রীকে যৌনহয়রানি ও এর প্রতিবাদ করতে গিয়ে শিক্ষককে মারধরের ঘটনায় দুই বখাটেকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকালে ঘটনাটি ঘটে নীলফামারী সদরের পঞ্চপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে স্কুল আসা-যাওয়ার পথে যৌনহয়রানি করে আসছিল সদরের পঞ্চপুকুর ইউনিয়নের কুটিপাড়া গ্রামের আসাদুল্লাহ আল গালিব। ঘটনার দিন শনিবার সকাল ৯টায় স্কুলে ক্লাস চলছিল। এ সময় বখাটের সঙ্গে তার সহযোগী একই ইউনিয়নের মমিনুর রহমান মমিন (১৮) স্কুলের ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্রীটিকে টেনে হেঁচরে বের করার চেষ্টা করছি। স্কুলের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম এসে ছাত্রীকে রক্ষা করলে বখাটেরা ওই শিক্ষকের উপর চড়াও হয়ে মারধর করে পরে অন্যান্য শিক্ষক সহ ছাত্রীরা একত্রিত হয়ে বখাটে দুইজনকে আটক করে। পুলিশ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্র্রেট ঘটনাস্থলে এসে আসাদুল্লাহ আল গালিবকে চার মাসের ও মমিনুর রহমান মমিনকে এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করে। হামলার প্রতিবাদে মানববন্ধন স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ডিমলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের প্রতিনিধি জাহেদুল ইসলাম জাহিদের ওপর সন্ত্রাসী হামলাকারীদের গ্রেফতারের দাবি ও তার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সংবাদিকরা। শনিবার দুপুরে ডিমলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান চত্ব¡রে মানববন্ধন হয়। ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রখেন সাংবাদিক আব্দুল বারী, উপজেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান খান লোহানী প্রমুখ। বৃহস্পতিবার রাতে অসুস্থ সহকর্মীকে দেখে ফেরার পথে সাংবাদিক জাহিদের ওপর হামলা ও তার ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করা হয়। অপরাধ বন্ধে সড়ক অবরোধ নিজস্ব সংবাদদাতা,বান্দরবান, ৬ মে ॥ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকা-ের প্রতিবাদের বান্দরবানের লামা, আলীকদম ও চকরিয়া সড়কে অবরোধ ও বান্দরবান শহরে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। জানা গেছে, জেলার রোয়াংছড়িতে জেএসএস সন্ত্রাসী কর্তৃক মোসলেম ও আওয়ামী লীগনেতা মংপ্রু মার্মা খুনের বিচার, চাঁদাবাজি, খুন, অপহরণের প্রতিবাদে শনিবার সকাল থেকে লামা, আলীকদম ও চকরিয়া সড়কে অবরোধ কর্মসূচী পালন করছে স্থানীয় বাঙালী ও ম্রো সম্প্রদায়। সড়কগুলোর ইয়াংছা, লাইনঝিরি, কেয়াজুপাড়া বাজার, ডিসি রোড, সাপমারা ঝিরি, সরই ইউনিয়নের হাসনাভিটা, কিল্লাখোলা পয়েন্টে সড়কের ওপর গাড়ির চাকা খুলে রেখে এ অবরোধ কর্মসূচী পালন করে পিকেটাররা। অবরোধের কারণে এসব সড়কে যাতায়াতকারী লোকজন চরম ভোগান্তিতে পড়ে। বিকেল ৫টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচী পালন করা হয়। ইয়াবাসহ গ্রেফতার ২ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বাকলিয়া এলাকায় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ চার হাজার ইয়াবা উদ্ধার করেছে। গ্রেফতার করেছে দুই জনকে। শুক্রবার রাত দুটার দিকে শাহ আমানত ব্রিজ সংলগ্ন এলাকায় এই ইয়াবা আটক হয়। গ্রেফতাররা হচ্ছে এএইচএম আবদুল্লাহ ও খোরশেদ আলম। ডিমের ন্যায্যমূল্য দাবিতে সড়ক অবরোধ স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বহুজাতিক কোম্পানির ডিম ও মাংস উৎপাদন বন্ধ এবং ডিমের ন্যায্যমূল্যের দাবিতে গাজীপুরে প্রান্তিক খামারীরা কাফনের কাপড় পরে মানববন্ধন, সড়ক অবরোধ ও সড়কে ডিম ভেঙ্গে প্রতিবাদ জানিয়েছে। শনিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনায় পোল্ট্রি ফিড ও ডিম ব্যবসায়ীদের উদ্যোগে ওই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় মহাসড়কে প্রায় আধ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খামারীরা জানান, ব্রয়লার ও লেয়ার বাচ্চার মূল্য যেখানে ৩০/৩২ টাকা হওয়ার কথা সেখানে প্রতিটি বাচ্চা বহুজাতিক কোম্পারি কাছ থেকে ১০০/১৫০ টাকায় ক্রয় করতে হচ্ছে। কিন্তু খামারীরা ডিমের ন্যায্য মূল্য পাচ্ছে না। এর ফলে পুঁজিহারা হয়ে খামারীরা বেকার হয়ে যাচ্ছে। মাওনা পোল্ট্রি ফিড ও ডিম ব্যবসায়ী সমিতির সভাপতি জামাল উদ্দিন ফরাজী ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান পোল্ট্রি শিল্প রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৬ মে ॥ রূপগঞ্জে বাবুনী (৭) ও সুইটি (৫) নামের দুই শিশু পুকুরে ডুবে মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ইটভাঁটি পুকুর থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। মৃতরা বাবুনী করিমগঞ্জ থানার কান্দাইল এলাকার সেন্টু মিয়ার মেয়ে ও সুইটি আক্তার একই এলাকার ছোটন মিয়ার মেয়ে। মৃত শিশু দুইটির পিতা এএসবি ব্রিক ফিল্ডের শ্রমিক বলে জানা গেছে। ব্যবসায়ীকে কুপিয়ে জখম নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৬ মে ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওয়ার্কসপ প্রতিষ্ঠানের মালিকের কাছে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে দোকান ভাংচুর, মালামাল ও টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার তারাব পৌরসভার মৈকুলিস্থ প্রাইমারী স্কুল এলাকায়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, মেসার্স শাহজালাল ওয়ার্কসপ নামের একটি প্রতিষ্ঠানে খাদুন এলাকার ফারুক, আজিজুলসহ অজ্ঞাত সন্ত্রাসীরা তার স্বামীর কাছে এক লাখ টাকা দাবি করে। তাদের দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করায় শনিবার সকালে হামলা চালিয়ে তাদের দোকানঘর ভাংচুর করে। যন্ত্রপাতি, নগদ টাকা লুটে নেয়। বাধা দিতে গেলে শাহজালাল মিয়াকে মারধর ও কুপিয়ে জখম করে।
×