ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ফুটপাথে গাড়ি ॥ চার চালকের জরিমানা

প্রকাশিত: ০৮:৩১, ৪ এপ্রিল ২০১৭

ফুটপাথে গাড়ি ॥ চার চালকের জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ ফুটপাথের ওপর অবৈধভাবে গাড়ি রাখার দায়ে এবার একজন সংসদ সদস্যের ব্যক্তিগত গাড়িসহ ৪ গাড়িচালককে হাতেনাতে ধরে জব্দপূর্বক জরিমানা আদায় করলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। সোমবার বিকেলে গুলশান-২ নম্বর গোলচত্বর এবং সংলগ্ন গুলশান এভিনিউয়ে মেয়র এ গাড়িচালকদের শাস্তি দেন। এরপর ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার ফুটপাথ অবৈধভাবে দখল করে জনসাধারণের চলাচলে বিঘœ ঘটানো এবং একই সঙ্গে ট্রাফিক আইন ভঙ্গ করায় স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯-এর অধীনে গাড়ি ৪টি জব্দ করে প্রত্যেক চালককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।
×