ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কড়াইলে অগ্নিকাণ্ড

প্রকৃত ক্ষতিগ্রস্তদের শনাক্ত করে পুনর্বাসন করা হবে ॥ মেয়র আনিসুল

প্রকাশিত: ০৮:২০, ১৮ মার্চ ২০১৭

 প্রকৃত ক্ষতিগ্রস্তদের  শনাক্ত করে  পুনর্বাসন করা  হবে ॥ মেয়র  আনিসুল

স্টাফ রিপোর্টার ॥ কড়াইল বস্তির অগ্নিকা-ে প্রকৃত ক্ষতিগ্রস্তদের শনাক্ত করে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। শুক্রবার দুপুরে বস্তিসংলগ্ন পল্লীবন্ধু এরশাদ বিদ্যালয় মাঠে তিনি এ কথা জানান। এসময় তিনি আরও জানান, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য এরশাদ স্কুলের মাঠে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। যতদিন সম্ভব সেখানে তাদের খাওয়ার ব্যবস্থা থাকবে। মেয়র বলেন, ক্ষতির পরিমাণ সম্পর্কে অনেকে অনেক কথাই বলছেন। কিন্তু ফায়ার সার্ভিস আরেক কথা বলছে। সিটি কর্পোরেশনসহ সাত-আটটি এনজিও গণনার কাজ শুরু করেছে। প্রকৃতপক্ষে কয়টা দোকান বা বাড়ি পুড়েছে তা বের করার কাজ চলছে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের শনাক্ত করে তাদের পুনর্বাসন করা হবে। তিনি বলেন, অতীতে অনেকবার আগুন লাগার পর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হয়েছে।
×