ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সুন্দরবনে জিয়া বাহিনী প্রধানসহ ৪ জলদস্যু আটক ॥ অস্ত্র ও গুলি উদ্ধার

প্রকাশিত: ০৫:৩৩, ১৪ মার্চ ২০১৭

সুন্দরবনে জিয়া বাহিনী প্রধানসহ ৪ জলদস্যু আটক ॥ অস্ত্র ও গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ও খুলনা অফিস ॥ র‌্যাব-৬ খুলনার একটি বিশেষ দল সুন্দরবনের জলদস্যু জিয়া বাহিনীর প্রধান জিয়াসহ ৪ জলদস্যুকে গ্রেফতার করেছে। সোমবার ভোরে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সুন্দরবনের কাঠেশ্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ২টি বিদেশী একনালা শূটারগান, ২টি দেশী একনালা পাইপগান, ১৯ রাউন্ড বন্দুকের তাজা কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো জলদস্যু জিয়া বাহিনীর প্রধান জিয়াউর রহমান ওরফে জিয়া, মিন্টু গাজী, মাসুম বিল্লাহ, ইউনুস আলী ওরফে পঁচা ইউনুস। তাদের জিজ্ঞাসাবাদের জন্য খুলনার লবণচরাস্থ র‌্যাব-৬ এর প্রধান কার্যালয়ে আনা হয়েছে। সোমবার দুপুরে র‌্যাব- ৬ খুলনার সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে র‌্যাব-৬ খুলনার সিইও মোঃ রফিকুল ইসলাম জানান, গোপন খবরের ভিত্তিতে র‌্যাব- ৬ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লে. এম এম জাহিদুল কবীর এবং এএসপি বজলুর রশিদের নেতৃত্বে একটি বিশেষ দল সোমবার ভোরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনের কাঠেশ্বর এলাকায় অভিযান চালায়। এসময় কাঠেশ্বর খালের পশ্চিম পাড়ে একদল জলদস্যু ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। র‌্যাব সদস্যরা সেখান থেকে জলদস্যু জিয়া বাহিনীর প্রধান জিয়াউর রহমান ওরফে জিয়া, মিন্টু গাজী, মাসুম বিল্লাহ, ইউনুস আলী ওরফে পঁচা ইউনুসকে গ্রেফতার করে।
×