ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

অবাধ ও সুষ্ঠু ভোটের জন্য যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন খালেদা

প্রকাশিত: ০৫:৩৮, ৫ মার্চ ২০১৭

অবাধ ও সুষ্ঠু ভোটের জন্য যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন খালেদা

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন সফররত এশিয়া ও প্যাসিফিক বিষয়ক যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী অলক শর্মা। শনিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয় সে জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন। এ সময় অলক শর্মা বলেছেন, যুক্তরাজ্য সরকার বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। বৈঠকে এ ছাড়াও দুইদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বিকেল চারটায় বৈঠক শুরু হয়ে প্রায় একঘণ্টাব্যাপী চলে। বৈঠকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অলক শর্মা বলেছেন, যুক্তরাজ্য সবসময় চায় বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হোক। তিনি বলেন, বৈঠকে বিএনপির পক্ষ থেকে যুক্তরাজ্যে বাংলাদেশী শিক্ষার্থীদের পড়াশোনা ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে সহযোগিতা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের ভিসা সংক্রান্ত অসুবিধার বিষয়টি মন্ত্রীর নজরে আনা হয়েছে। কারণ এখন যুক্তরাজ্যের ভিসা সরাসরি ঢাকা থেকে করা যায় না। ভারতের দিল্লী থেকে করতে হয়।
×