ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

আহমদীয়া জামাত সম্মেলন

এদেশে জঙ্গীবাদের কোন স্থান নেই

প্রকাশিত: ০৮:১১, ৫ ফেব্রুয়ারি ২০১৭

এদেশে জঙ্গীবাদের কোন স্থান নেই

স্টাফ রিপোর্টার ॥ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশে সকল সম্প্রদায়ের মানুষের স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকার রয়েছে। বাংলাদেশ কখনও আফগানিস্তান বা পাকিস্তানের মতো হবে না। এদেশে জঙ্গীবাদের কোন স্থান নেই। বাংলাদেশ আর পেছনেও থাকবে না, সামনে এগিয়ে যাবে। শনিবার রাজধানীর বকশিবাজারে প্রধান কার্যালয়ে আহমদীয়া মুসলিম জামাতের ৯৩তম বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে মন্ত্রী এসব কথা বলেন। বিকেলে সুশীল সমাজের প্রতিনিধিদের মতামত প্রদান শীর্ষক দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আহমদীয়া মুসলিম জামাত ঢাকার সভাপতি মীর মোহাম্মদ আলী। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ-সভাপতি ভেন করুণানন্দ থেরো, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ম-লীর সদস্য কাজল দেবনাথ, মানবাধিকার কর্মী পদ্মাবতী দেবী প্রমুখ। বক্তারা এদেশে আহমদীয়া জামাতের সদস্যদের ১০০ বছরের শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহ্য উল্লেখ করেন এবং রাজনৈতিক খিলাফত বনাম ঐশী খিলাফত, ইসলাম সেবায় আহমদীয়া মুসলিম জামাত এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আহমদীয়া খিলাফতের ভূমিকার ওপর আলোকপাত করেন। সভাপতির বক্তব্যে মীর মোহাম্মদ আলী আইএসের সমালোচনা করে বলেন, বাগদাদে আবু বকর আল বাগদাদী যে খিলাফত প্রতিষ্ঠার দাবি করেছেন, তা সম্পূর্ণ ইসলামবিরোধী।সব যুগের সব মানুষের কল্যাণের জন্য খেলাফত প্রতিষ্ঠা হয়েছে, ধ্বংসের জন্য নয়। আইএস ধর্মীয় খিলাফতের নামে অনাচার করছে। অনুষ্ঠানে ভেন করুণানন্দ থেরো বলেন, আহমদীয়া জামাত সকল ধর্মের প্রবক্তাদের সম্মান দেয়। তাদের এই আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। এতে সংঘাত, অশান্তি কমে আসবে। পদ্মাবতী দেবী বলেন, আহমদীয়ারা এদেশে শত বছর ধরে পরমত সহিষ্ণুতার চর্চা করে আসছে। কিন্তু তাদের অধিকার স্বীকৃতি পায়নি। মানবাধিকার বিবেচনায় আহমদীয়াদের দাবি ও অধিকারগুলো পূরণের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। কাজল দেবনাথ বলেন, বিশ্বজুড়ে আহমদীয়ারা হামলা, হুমকির শিকার হচ্ছে। তাদের বিরুদ্ধে ছড়ানো হচ্ছে অপপ্রচার। এটা দুঃখজনক। কারণ সত্যিকার শান্তিপূর্ণ ইসলামের চর্চা করছে তারাই। আহমদীয়া জামাতের তিন দিনব্যাপী এ সম্মেলন আজ রবিবার শেষ হবে।
×