ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ১৮০ বছর পূর্তি উৎসব উদ্বোধন

প্রকাশিত: ০৩:৫৪, ২৫ ডিসেম্বর ২০১৬

চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ১৮০ বছর পূর্তি উৎসব উদ্বোধন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের ঐতিহ্যবাহী কলেজিয়েট স্কুলের ১৮০ বছরপূর্তি উৎসবের উদ্বোধন হয়েছে শনিবার সকালে। উল্লেখ্য, ১৮৩৬ সালে এ স্কুলের যাত্রা শুরু হয়। গত শুক্রবার গৌরবের ১৮০ বছরপূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী উৎসব উপলক্ষে গৃহীত কর্মসূচীর সূচনা ঘটে। শনিবার সকালে জাতীয় পতাকা ও স্কুলের পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রামের কৃতী সন্তান এবং ওই স্কুলের সাবেক ছাত্র নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। উদ্বোধনী বক্তব্যে ড. ইউনূস তার শৈশব ও স্কুল নিয়ে স্মৃতিচারণ করেন। ১৯৫৫ সালে ওই স্কুল থেকে তিনি ম্যাট্রিক পাস করেন। স্কুলজীবনের সেই পুরনো স্মৃতিচারণ করে ড. ইউনূস বলেন, আমি বক্সিরহাটের ছেলে। বক্সিরহাট থেকেই প্রতিদিন আমাকে এ স্কুলে আসতে হতো। অনুষ্ঠানে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের সভাপতি দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক ও উদযাপন কমিটির আহ্বায়ক আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী এবং সদস্য সচিব মোঃ মোস্তাক হোসাইন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে চার সাবেক শিক্ষার্থীকে সম্মাননা দেয়া হয়। পরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন খ্যাতনামা শিল্পীরা।
×