ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জেএমবি জঙ্গী নিহত

প্রকাশিত: ০৫:২৩, ২৮ নভেম্বর ২০১৬

বাগেরহাটে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জেএমবি জঙ্গী নিহত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে পুলিশের সঙ্গে গোলাগুলিতে এক জেএমবি জঙ্গী (৪৫) নিহত হয়েছে। রবিবার ভোরে সদর উপজেলার রাখালগাছি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তিন পুলিশ সদস্য আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি শাটারগান, তিনটি হাতবোমা ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে। পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় জানান, রবিবার ভোরের দিকে ১০-১২ জেএমবি জঙ্গী নাশকতামূলক কর্মকা-ের জন্য সদর উপজেলার রাখালগাছি এলাকায় অবস্থান করছিল। গোপন সূত্রে এ খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানের সময় জেএমবি জঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। গুলিতে এক জেএমবি জঙ্গী গুলিবিদ্ধ হলে অন্যরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় পাওয়া যায়নি। এই ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গাজী ইকবাল হোসেন বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরকদ্রব্য আইন ও সরকারী কাজে বাধা দেয়ার অভিযোগ এনে পৃথক তিনটি মামলা করেছেন। আহত পুলিশ সদস্যরা হলেন সজীব বিশ^াস, মোঃ রুবেল ও টিপু সুলতান।
×