ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের কাজ চলছে ॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ০৮:৩০, ২৫ নভেম্বর ২০১৬

সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের কাজ চলছে ॥ আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, দেশে সংখ্যালঘু নির্যাতন রোধে ‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ প্রণয়নের কাজ চলছে। বর্তমান সরকার আইনের শাসনের প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা সম্পর্কে অত্যন্ত সচেতন। আইনজীবীদের মর্যাদা ক্ষুণœœ হলে আইনের শাসনের প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সেজন্য সরকার তাঁদের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা আইনজীবী সমিতি ভবন নির্মাণসহ আইনজীবীদের কল্যাণে সরকার নানাবিধ কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত খুলনা ও বাগেরহাট জেলা আইনজীবী সমিতি ভবন নির্মাণের জন্য ৭ কোটি ৫৫ লাখ ৪২ হাজার টাকার মঞ্জুরিপত্র প্রদান অনুষ্ঠানে এ কথা বলেছেন তিনি। মঞ্জুরিকৃত এ অর্থ থেকে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ছয়তলা ভবন নির্মাণের জন্য ৪ কোটি ৪৪ লাখ ৩ হাজার টাকা এবং খুলনা আইনজীবী সমিতির ছয়তলা ভিতবিশিষ্ট চারতলা ভবন নির্মাণের জন্য ৩ কোটি ১১ লাখ ৪২ হাজার টাকা ব্যয় করা হবে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের কাজ চলছে। বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া রিজার্ভের অর্থ ফেরত আনতে আগামী ২৬ নবেম্বর রাতে ম্যানিলা যাচ্ছেন আইনমন্ত্রী আনিসুল হক।
×